iPad Pro 2022 আসছে নয়া M2 চিপ ও MagSafe চার্জিং প্রযুক্তি সহ, কবে লঞ্চ হবে জেনে নিন

বর্তমানে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) তাদের পরবর্তী প্রজন্মের iPad Pro- এর ওপর কাজ করছে বলে জল্পনা চলছে। আবার সম্প্রতি একটি রিপোর্টে এই অ্যাপল ট্যাবলেটটির লঞ্চের টাইমলাইনও প্রকাশ করা হয়েছে। জানা গেছে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যেই নতুন Apple iPad Pro-এর ওপর থেকে পর্দা সরাবে সংস্থা। এই ট্যাবে অ্যাপলের M2 চিপসেট ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। M2 চিপটি Apple iPad Pro-কে পারফরম্যান্সের দিক থেকে খুবই শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে অ্যাপল এবছর তাদের iPad Pro-এ ম্যাগসেফ চার্জিং প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে।

Apple iPad Pro ট্যাবটি M2 চিপসেটের সাথে লঞ্চ হবে চলতি বছরের শেষের দিকে

নিউজ পোর্টাল ব্লুমবার্গ (Bloomberg)- এর সাংবাদিক ও অ্যাপল ট্র্যাকার হিসেবে পরিচিত মার্ক গারম্যান জানিয়েছেন, এবছরের অ্যাপল আইপ্যাড প্রো মডেলটি আগামী সেপ্টেম্বর মাস থেকে নভেম্বরের মধ্যে এম২ চিপসেট সহ লঞ্চ হবে এবং এর সাথে ম্যাগসেফ চার্জিং সাপোর্টও দেখা যেতে পারে। জানিয়ে রাখি, আইপ্যাড প্রো লাইনআপে শেষ বড় আপগ্রেড ২০১৮ সালে করা হয়। সেইসময় অ্যাপল ট্যাবগুলি রিডিজাইন করেছিল, যা একটি ‘এজ টু এজ’ ডিসপ্লে, একটি ইউএসবি-সি পোর্ট এবং তীক্ষ্ণ কোণার সমন্বয়ে গঠিত হয়। তারপর থেকে আইপ্যাড প্রো-এর ডিজাইন কমবেশি একই রকম ছিল, তবে অ্যাপল গত বছরের মডেলে এম১ চিপসেটের ব্যবহারের মাধ্যমে আরও ভাল পারফরম্যান্স প্রদান করেছে। এম১ প্রসেসর যুক্ত আইপ্যাড প্রো মে মাসে বাজারে আত্মপ্রকাশ করে এবং এম২ সহ এই বছরের আইপ্যাড প্রো সেপ্টেম্বর এবং নভেম্বরের মধ্যে লঞ্চ হবে, যেমনটা মার্ক গারম্যান দাবি করেছেন।

প্রসঙ্গত, নতুন আইপ্যাড প্রো মডেলটি যদি এই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বাজারে পা রাখে তাহলে অ্যাপল নতুন মডেলটি আনতে এক বছরেরও বেশি সময় নেবে। এই সময়ের ব্যবধানই ইঙ্গিত করছে যে আপকামিং ট্যাবলেটটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসছে। তার মধ্যে একটি হল নতুন অ্যাপল এম২ চিপসেট, যা এম১-এর তুলনায় হাই-এন্ড গ্রাফিক্স পরিচালনার ক্ষেত্রে আরও শক্তিশালী এবং ভাল হবে বলে জানা গেছে। গারম্যান আগেও জানিয়েছিলেন যে, অ্যাপল এম২ প্রসেসর পূর্বসূরির মতো একই অক্টা-কোর আর্কিটেকচারের সাথে আসবে, তবে এর গ্রাফিক্স পারফরম্যান্স আরও ভাল হবে। তবে এর পারফরম্যান্স এম১ প্রো, এম১ ম্যাক্স, বা এম১ আল্ট্রা চিপের পারফরম্যান্সের সাথে মেলে না।

এছাড়াও, বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে Apple M2 চিপ প্রথমে একটি MacBook-এর সাথে বাজারে আত্মপ্রকাশ করবে, সম্ভবত এটি হবে MacBook Air। অর্থাৎ Apple M2-চালিত MacBook চলতি বছরের iPad Pro-এর আগে আসা উচিত৷ ব্লুমবার্গ আগেও জানিয়েছিল যে অ্যাপল একটি নতুন ১৩ ইঞ্চির MacBook Pro, Mac Mini এবং একটি ২৪ ইঞ্চির iMac-এ M2 প্রসেসরটি ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে, বিখ্যাত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও বলেছিলেন যে, Apple, M2 এর পরিবর্তে M1-এর একটি আপগ্রেড সংস্করণ ব্যবহার করতে পারে MacBook Air-এ। তার এই বক্তব্যটি আরেক জল্পনাকে উস্কে দিচ্ছে যে, মার্কিন সংস্থাটি তাদের কিছু ডিভাইসে M1 চিপসেটের সামান্য টুইক করা সংস্করণটিকে M2-এ রিব্র্যান্ড করার পরিকল্পনা করছে। যদিও এর স্পেসিফিকেশনগুলি এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

অন্যদিকে, মার্চ মাসে অনুষ্ঠিত “পিক পারফরম্যান্স” ইভেন্টে, অ্যাপল একটি M1 চিপ সহ নতুন iPad Air লঞ্চ করেছে, তবে তাদের নতুন iPad Pro মডেলটি সম্পর্কে এখনও কিছুই জানায়নি। এছাড়াও, সংস্থাটি ৫জি কানেক্টিভিটি সহ iPhone SE, Mac Studio এবং এবং একটি স্টুডিও ডিসপ্লেও উন্মোচন করেছে। তবে এই চারটি প্রোডাক্ট দিয়ে অ্যাপল সবেমাত্র তাদের এবছরের যাত্রাটি শুরু করেছে। গারম্যান বলেছেন, প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে ২০২২ সালটি অ্যাপলের সবচেয়ে বড় বছর হবে। যেমন, একটি আপডেটেড iPad Pro সম্ভবত এই বছর লঞ্চ হতে পারে।

উল্লেখ্য, iPad Pro চলতি বছর ওয়্যারলেস চার্জিং ক্ষমতা এবং একটি গ্লাস ব্যাক প্যানেল সহ আসতে পারে। 9to5Mac-এর একটি পৃথক রিপোর্টে বলা হয়েছে যে এই ট্যাবটি ওয়্যারলেস চার্জিং সহ আসতে পারে, তবে এতে সম্পূর্ন গ্লাস ব্যাক ডিজাইনের পরিবর্তে কাঁচের অ্যাপল লোগো সহ একটি অ্যালুমিনিয়াম ব্যাক থাকবে বলে মনে করা হচ্ছে। এই কাঁচের লোগোটি আসন্ন iPad Pro-এ ওয়্যারলেস চার্জিং ক্ষমতাকে সক্ষম করতে সাহায্য করবে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

লঞ্চের দোড়গোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

32 mins ago

Cristiano Ronaldo: ২ দিনে ১২০ মিলিয়ন দর্শক পেলেন রোনাল্ডো, কত টাকা আয় করলেন এইনো‌ পর্যন্ত ইউটিউব থেকে?

ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন চর্চায়। ইউটিউবে নিজের নতুন চ্যানেল 'ইউআর-ক্রিশ্চিয়ানো' চালু করে একদিনে বেশ…

1 hour ago

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

11 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

11 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

12 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

14 hours ago