২৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে iPhone 12 মডেল! বিজ্ঞাপন দেখেই কেনাকাটা করতে ব্যস্ত হবেন না

Apple iPhone (অ্যাপল আইফোন) কেনার ইচ্ছে কমবেশি সকলেরই থাকে বটে, কিন্তু এর দামের কারণে সে আশা সহজে পূরণ হয়না। তাই সস্তায় আইফোন পাওয়া যাচ্ছে, এমন কোনো বিজ্ঞাপন দেখলেই Apple প্রেমীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। কিন্তু সবসময় আপাতদৃষ্টিতে যা চোখে দেখা যায়, তা কিন্তু সত্যি নাও হতে পারে। আসলে বিভিন্ন ই-কমার্স সাইটের পাশাপাশি বর্তমানে অনলাইনে এমন অনেক বিজ্ঞাপন চোখে পড়ে যেখানে দাবি করা হয় যে, নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি আইফোন মডেল মাত্র ২০-২৫ হাজার টাকার রেঞ্জে কেনা যেতে পারে। কিন্তু এরকম ধরনের অ্যাডভারটাইজমেন্ট দেখে উত্তেজিত হওয়ার আগে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে, কিংবা বিজ্ঞাপনটি আবার একবার ভালোভাবে পড়তে হবে। বেশিরভাগ এই ধরনের প্রলুব্ধকর বিজ্ঞাপনে ছোটোখাটো এমন কয়েকটি শব্দের উল্লেখ থাকে, যেগুলির উপর নজর দেওয়া কিন্তু একান্ত আবশ্যক।

অবাক হলেন? আসুন ব্যাপারটি একটু খোলসা করেই বলা যাক। একটি বিজ্ঞাপনে বলা হয়েছে যে, আইফোন ১২ (iPhone 12) এখন ২৪,৯০০ টাকার কার্যকর মূল্যে (effective price) কেনা যাবে। এখন কার্যকর হওয়ার অর্থ এই নয় যে ফোনটির দাম ২৪,৯০০ টাকায় নেমে এসেছে। এর মানে হল, ফোনটির ওপর কেবলমাত্র বিভিন্ন ছাড় এবং অফার প্রয়োগ করার সুবাদেই এতটা কম দামে সেটিকে পকেটস্থ করা যেতে পারে। এক্ষেত্রে সবসময় মনে রাখবেন, অগ্রিম ছাড়ে এত কম দামে ফ্ল্যাগশিপ আইফোন কেনার সুযোগ ক্রেতাদের কখনোই দেয় না অ্যাপল। এমনকি প্রায় দুই বছরের পুরোনো আইফোন এসই ২০২০ (iPhone SE 2020)-ও কখনও এত সস্তায় বিক্রি হয় না। সুতরাং, যখন আপনি এমন একটি বিজ্ঞাপন দেখেন যা আইফোন ১২-কে ২৪,৯০০ টাকায় অফার করার দাবি করে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে অন্যান্য অফারের পাশাপাশি এক্সচেঞ্জ অফারও এই কার্যকর মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ।

একটি সহজ উদাহরণ দিয়েই আপনাদের ব্যাপারটি একটু ভালোভাবে বুঝিয়ে বলা যাক। এমনিতে আইফোন ১২-এর ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯০০ টাকা। সম্প্রতি অ্যাপট্রোনিক্স (Aptronix) দাবি করেছে যে, বর্তমানে ২৪,৯০০ টাকার কার্যকর মূল্যে এই আইফোনটি কেনা যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে, অ্যাপট্রোনিক্স ভারতের বৃহত্তম রিটেল স্টোর এবং রিসেলারদের মধ্যে অন্যতম একটি। আসলে ব্যাপারটা হল যে, রিটেল স্টোরটি আইফোন ১২-এ ৯৯০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে ফোনটির দাম কমে ৫৬,০০০ টাকায় নেমে আসে। উপরন্তু, ক্রেতারা নির্বাচিত কিছু ব্যাংক কার্ড ব্যবহার করলে একটি সুনিশ্চিত ক্যাশব্যাকও পাবেন। বলে রাখি, গ্রাহকেরা যদি আইসিআইসিআই ব্যাংক, কোটাক ব্যাংক বা এসবিআই কার্ড ব্যবহার করে অর্থ প্রদান করেন, তবে ৫,০০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল এক্সচেঞ্জ অফার, যা ফোনটিকে সবচেয়ে কম দামে ক্রেতাদের পকেটস্থ করতে সহায়তা করবে।

এই আইফোনটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২৩,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস অফার করছে অ্যাপট্রোনিক্স, যার ফলে আরও কম দামে ডিভাইসটি কেনার সুযোগ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে আবারও বলে রাখি যে, কোন ফোন এক্সচেঞ্জ করা হচ্ছে তার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। কেউ যদি নতুন আইফোন মডেলে স্যুইচ করার জন্য পুরোনো আইফোন মডেল (যেমন iPhone 11 বা iPhone XR) এক্সচেঞ্জ করতে চান, তবে সেক্ষেত্রে বেশ ভালোরকম এক্সচেঞ্জ বোনাস পাবেন বলে ধরে নিতে পারেন। তবে অন্য কোনো হাই-এন্ড মডেল, এমনকি Samsung-এর কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস এক্সচেঞ্জ করলেও মোটা টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কম। আর সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার পর অ্যাপট্রোনিক্স থেকে মাত্র ২৪,৯৯০ টাকায় আইফোন ১২ কিনতে সক্ষম হবেন ক্রেতারা।

তাই সবশেষে বলে রাখি যে, খুব সস্তায় কিন্তু কোনো আইফোনই একবারে আপনার হাতে ধরা দেবে না, এর জন্য আপনাকে বেশ কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। ফলে কোনো বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হওয়ার আগে এই বিষয়গুলিকে মাথায় রাখুন, এবং তারপর সেই ফোনটি কিনবেন নাকি কিনবেন না সে সম্পর্কে সিদ্ধান্ত নিন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

19 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

26 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

1 hour ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago