খুব সস্তায় itel নিয়ে আসছে ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি স্ক্রিন সাইজের Smart TV

চলতি মাসেই itel ভারতে দুটি স্ক্রিন সাইজে স্মার্ট টিভি (Smart TV) লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে এখনও কিছু না জানানো হলেও, একটি রিপোর্টে দাবি করা হয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি স্ক্রিন সাইজের দুটি টিভি এদেশে লঞ্চ করবে। প্রসঙ্গত চীনা কোম্পানি Transsion Holdings এর একটি সাব ব্র্যান্ড হল itel। এই কোম্পানির আরও দুটি জনপ্রিয় ব্র্যান্ড হল Infinix ও Tecno। এরমধ্যে আইটেল কে আমরা ফিচার ফোন বা এন্ট্রি লেভেল স্মার্টফোন আনার জন্য জানি।

গত আগস্টে IANS এর একটি রিপোর্টে প্রথমবার জানানো হয়েছিল যে, আইটেল ভারতীয় স্মার্ট টিভি মার্কেটে পা রাখার পরিকল্পনা নিচ্ছে। এই টিভিগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। যদিও তারপর থেকে এব্যাপারে আর কোনো তথ্য সামনে আসেনি।

তবে সম্প্রতি ৯১মোবাইলস এর একটি রিপোর্টে বলা হয়েছে, itel চলতি মাসেই ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি সাইজের দুটি স্মার্ট টিভি ভারতে লঞ্চ করবে। এই টিভিগুলি অ্যান্ড্রয়েড টিভি ওএস-এ চলবে। এছাড়াও এই টিভিগুলিতে গুগল প্লে স্টোর, গুগল ক্রোমকাস্ট, এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, আইটেলের এই টিভিগুলি ফ্রেমলেস প্রিমিয়াম ডিজাইন (frameless premium design) এবং আলট্রা ব্রাইট ডিসপ্লে (ultra-bright display) সহ আসবে। এতে থাকবে ডলবি অডিও ও জনপ্রিয় ওটিটি অ্যাপের সাপোর্ট। টিভিগুলির দাম শুরু হতে পারে ১১-১২ হাজার টাকা থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন