Google Pay Cut: বাড়িতে বসে কাজ করলে কম বেতন দেবে গুগল

করোনার কারণে গত দেড় বছর আমরা প্রায় ঘরবন্দি। অফিসের কাজ হোক বা স্কুলের ক্লাস, সবই চলছে বাড়ি বসেই। আমাদের কর্ম জীবনের সাথে জড়িয়ে পড়েছে ওয়ার্ক ফ্রম হোম (work From Home) শব্দটি। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় অনেক কোম্পানি, কর্মীদের অফিসে এসে কাজ করতে অনুরোধ করছে। যদিও অনেকেই এই অনুরোধে সাড়া দিচ্ছে না।

আপনিও নিশ্চয়ই হঠাৎ করে অফিসে গিয়ে কাজ করতে পছন্দ করবেন না। সেক্ষেত্রে গুগলের (Google) মত কোম্পানিও, কর্মীদের (employees) স্বাস্থ্য ও পরিবারের কথা ভেবে স্থায়ীভাবে বাড়িতে বসে কাজ করার অনুমতি দিচ্ছে। তবে এর জন্য তাদের কম বেতন নিতে হবে।

আজ্ঞে হ্যাঁ! Alphabet Inc (মূল কোম্পানি) তার Google কোম্পানির সাথে জড়িত কর্মীদের জন্য দু’রকম পে স্ট্রাকচার তৈরি করছে। সেখানে যারা অফিসে এসে কাজ করবেন তারা বেশি বেতন পাবেন। আবার যারা বাড়ি বসে কাজ করতে চান তাদের নিতে হবে কম বেতন। আপাতত Silicon Valley-তে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চলবে।

তবে গুগলের এই সিদ্ধান্তের পর, কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়বে বলে অনেকে মনে করছেন। পাশাপাশি গুগলের দেখাদেখি অন্যান্য কোম্পানিরাও একই পথে হাঁটবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন