iPhone 12 Pro, iPhone 11 ব্যাপক সস্তায় কেনার সুযোগ দেবে Amazon Prime Day Sale

আর কিছুদিনের অপেক্ষা! তারপরই জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া-য় শুরু হতে চলেছে Prime Day Sale 2021। ২৬শে জুলাই থেকে ২৭শে জুলাই পর্যন্ত চলা ২ দিন ব্যাপী এই বিশেষ সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ভারী ছাড় এবং আকর্ষনীয় ডিলের সাথে পাওয়া যাবে। Apple -এর বেস্ট-সেলিং দুটি হ্যান্ডসেট iPhone 11 এবং iPhone 12 Pro এই সেলে সস্তায় বিক্রি হবে। এই দুটো আইফোনকে কেনার ক্ষেত্রে ক্রেতারা বাম্পার ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সুবিধা পেয়ে যাবেন। তাই আপনাদের মধ্যে যারা একটি নতুন আইফোন কিনতে ইচ্ছুক, তারা এই প্রাইম ডে সেলের ভরপুর লাভ ওঠাতে পারেন। আসুন অ্যামাজনের আসন্ন সেলে আইফোন ১১ এবং আইফোন ১২ প্রো এর দাম আনুমানিক কত টাকা হতে পারে জেনে নেওয়া যাক।

Amazon Prime Day সেলে iPhone 12 Pro স্মার্টফোনের দাম

অ্যামাজন প্রাইম ডে সেল শুরু হতে এখনো বেশকিছু দিন বাকি আছে। তার মধ্যেই ই-কমার্স সাইটটি অ্যাপেলের আইফোন ১২ প্রো মডেলটির দাম কত হতে পারে সেই প্রসঙ্গে একটি আভাস দিয়েছে ক্রেতাদের। অ্যামাজনের লিস্টিং অনুযায়ী, এই স্মার্টফোনের দামের পাশে ‘1—–9’ লেখাটি দেখা যাচ্ছে। এর থেকে অনুমান করা যায় যে, সেলে ১,১৯,০০০ টাকা মূল্যের এই হ্যান্ডসেটটিকে ১,০০,৯৯৯ টাকা থেকে ১,১৮,৯৯৯ টাকার মধ্যে উপলব্ধ করা হতে পারে। ফোনটিকে কেনার ক্ষেত্রে ক্রেতাদের ব্যাঙ্ক অফারের সুবিধাও দেওয়া হবে।

Amazon Prime Day সেলে iPhone 11 স্মার্টফোনের দাম

অ্যাপেলের বেস্ট-সেলিং স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হলো আইফোন ১১। প্রায় ২ বছর পূর্বে নিয়ে আসা আইফোন ১১ সিরিজের অন্তর্গত এই হ্যান্ডসেটকে, iPhone 11 Pro এবং iPhone 12 Pro Max মডেলের থেকে বেশখানিকটা কম দামে অর্থাৎ মাত্র ৫৪,০০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। জানা যাচ্ছে যে, অ্যামাজনে এই আইফোনটিকে ‘গ্রেট ডিলস অন স্মার্টফোনস’ সেকশনের অধীনে লিস্ট করা হয়েছে। এই স্মার্টফোনের দামের পাশে ‘4—9’ লেখাটি দেখা গিয়েছে। যার অর্থ, ই-কমার্স সাইটটি তাদের আপকামিং প্রাইম ডে সেলে এটির বিক্রয় মূল্য ৪০,০০৯ টাকা ৪৯,৯৯৯ টাকার মধ্যে রাখতে পারে।

প্রসঙ্গত, iPhone 12 Pro এবং iPhone 11 ছাড়াও, iPhone XR, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone 12 Mini, iPhone 12 এবং iPhone 12 Pro Max হ্যান্ডসেটের ওপরও ডিসকাউন্ট পাওয়া যাবে। যদিও এগুলির ওপর কত শতাংশ ছাড় বা কী কী অফার পাওয়া যাবে তা এখনো প্রকাশ্যে আনেনি অ্যামাজন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন