সামনে এল iPhone 12 সিরিজের দাম, অবিশ্বাস্য হলেও আসছে এত কমে

নতুন আইফোনের অপেক্ষায় রয়েছেন? তবে আপনার জন্য আছে সুখবর। কারণ অ্যাপল খুব হয়তো অক্টোবরে আনতে চলেছে iPhone 12 সিরিজ। এই সিরিজ রিলিজের তারিখ সম্পর্কে কোনো পাকা খবর জানা না গেলেও দাম সম্পর্কে সম্প্রতি কিছু তথ্য ফাঁস হয়েছে। মনে করা হচ্ছে এই সিরিজের স্মার্টফোনগুলির দাম তুলনামূলক ভাবে কম হবে।

@omegaleaks এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অ্যাপল, iPhone 12 এবং iPhone 12 Max এর 4G এবং 5G ভার্সন আনতে পারে। iPhone 12 এবং iPhone 12 ম্যাক্সের 4G ভার্সনের দাম হবে যথাক্রমে ৫৪৯ ডলার (প্রায় ৪১,০০০ টাকা) এবং ৬৪৯ ডলার (৪৯,০০০ টাকা)। অন্যদিকে 5G ভার্সন কিনতে গেলে ৬৪৯ ডলার (৪৯,০০০ টাকা) এবং ৭৪৯ ডলার (৫৬,০০০ টাকা) দাম পড়তে পারে। যার পরে মনে করা হচ্ছে কয়েক বছর পর অ্যাপল সাশ্রয়ী মূল্যে আইফোন আনতে চলেছে।

এর আগে জন প্রোসার, এন্ট্রি-লেভেল ৫.৪-ইঞ্চি iPhone 12-এর জন্য দাম অনুমান করেছিলেন ৬৪৯ ডলার। এছাড়া, ওয়েডবুশ সিকিওরিটিজ-এর ড্যানিয়েল আইভস-এর এক অ্যানালিস্ট পূর্বাভাস দিয়েছিলেন ২০২০ সালে আসন্ন ৫.৪-ইঞ্চি ডিসপ্লের iPhone 12 এর একটি সস্তা সংস্করণ থাকতে পারে।

একটি প্রতিবেদন থেকে আরো জানা গেছে, নতুন সিরিজে iPhone 12 এবং iPhone 12 ম্যাক্সের সাইজ হবে যথাক্রমে ৫.৪ ইঞ্চি এবং ৬.১ ইঞ্চি। অন্যদিকে iPhone 12 প্রো-এর সাইজ ৬.১ ইঞ্চি, এবং iPhone 12 প্রো ম্যাক্সের সাইজ ৬.৭ ইঞ্চি হতে পারে। চারটি ফোনই, আইফোন এক্সের মতো ডিজাইন প্রদর্শন করতে পারে। এছাড়াও মনে করা হচ্ছে, আগের মডেলগুলির তুলনায় এতে আপডেটেট অটোফোকাস থাকতে পারে।
যাইহোক, ফোনগুলি কবে লঞ্চ হবে এবং এগুলি সত্যিই কম দামে উপলব্ধ হবে কিনা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *