আজই শেষ দিন, iPhone 12 সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে Flipkart Black Friday সেলে

অন্যান্য সংস্থার মতই ই-কমার্স জায়ান্ট Flipkart-ও ‘Black Friday Sale’ (ব্ল্যাক ফ্রাইডে সেল)-এর আয়োজন করেছে। স্বাভাবিকভাবেই এই বিশেষ সেলে প্ল্যাটফর্মটি নির্বাচিত স্মার্টফোনের ওপর বিপুল ডিসকাউন্ট দিচ্ছে। তবে আজ অর্থাৎ ৩০শে নভেম্বর পর্যন্তই Flipkart Black Friday Sale লাইভ থাকবে, তাই আপনার যদি এই মুহূর্তে নতুন হ্যান্ডসেট কেনার প্রয়োজন বা ইচ্ছে থাকে তাহলে একদম দেরি করবেন না। তাছাড়া যদি পাঠকদের কারো আইফোন খরিদ করার ইচ্ছে থাকে, তাহলেও সেলে এই বাসনা সহজেই পূরণ হতে পারে। চলুন দেখে নিই Flipkart Black Friday Sale-এ আইফোনের উপর কী অফার মিলছে।

iPhone 12 মডেল ব্যাপক ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে Flipkart

আপনি যদি গত বছর লঞ্চ হওয়া আইফোন ১২ (iPhone 12) মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ফ্লিপকার্ট ব্ল্যাক ফ্রাইডে সেলের সুবাদে এই ভ্যারিয়েন্টে ১১% সাশ্রয় করতে পারবেন। সেক্ষেত্রে ডিসকাউন্টের পর উক্ত আইফোন মডেলের দাম পড়বে ৬২,৯৯৯ টাকা। আবার ক্রেতারা যদি এই ফোন কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে মিলবে ৫% ক্যাশব্যাক অর্থাৎ ৩,১৫০ টাকা।

এছাড়াও যদি কেউ আইফোন ১২-এর সাথে এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে চান, তবে তারা পুরনো স্মার্টফোনের বদলে ২৫,৩০১ টাকা দাম পেতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে সেলে আইফোন মিলতে পারে ৪৫,৯৯৯ টাকায়।

iPhone 12-র স্পেসিফিকেশন

অ্যাপলের আইফোন ১২-এ ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং রেজোলিউশন ২৫৩২×১১৭০ পিক্সেল। এই ফোনে বড় ডিসপ্লে নচ রয়েছে, সাথে আছে এ১৪ (A14) বায়োনিক প্রসেসর। এটি কোম্পানির নিজস্ব আইওএস (iOS) ১৪ অপারেটিং সিস্টেমে কাজ করে।

স্মার্টফোনটি স্টাইল এবং ফিচারের দিক থেকে এতটাই আধুনিক ও উন্নত যে, ইউজাররা এটিতে সেরা অভিজ্ঞতা পান। তাছাড়া ফটোগ্রাফির জন্য, এই আইফোন মডেলে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। একইসাথে সেলফির জন্য থাকবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।