Jio-র উপর চাপ বাড়ল, ভারতে স্যাটেলাইট ব্রন্ডব্যান্ড চালু করতে ডিরেক্টর নিয়োগ করল Starlink

রিলায়েন্স জিওর (Reliance Jio) ওপর চাপ বাড়িয়ে ভারতে স্যাটেলাইট নির্ভর ‘স্টারলিংক’ (Starlink) পরিষেবা আগমনের পথ এবার আরো প্রশস্ত হলো। এলন মাস্কের মালিকানাধীন এই সংস্থা যে খুব দ্রুত ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী, সেটা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখলেই আন্দাজ করা যায়। অবশ্য শুধু ভারতেই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও স্টারলিংক পরিষেবা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এক্ষেত্রে বাদ সাধছে বিভিন্ন দেশের টেলিযোগাযোগ সংক্রান্ত নিয়ম-কানুনের পার্থক্য। ভারতেও সরকারি অনুমতির জন্য অপেক্ষা করছে স্টারলিংক। অনুমতি পেলেই যাতে দেশে পরিষেবা ছড়িয়ে দেওয়া সম্ভব হয় সেজন্য প্রয়োজনীয় অন্যান্য কাজে সংস্থাটি তৎপর রয়েছে।

ভারতে ডিরেক্টর নিয়োগ করছে Starlink

উপরে যেমনটা বলছিলাম অর্থাৎ আমাদের দেশে ব্যবসা বাড়ানোর ব্যাপারে এলন মাস্কের সংস্থা যে রীতিমতো পরিকল্পনামাফিক এগোচ্ছে, সেটা এখন পরিষ্কার। সম্প্রতি তারা ভারতের জন্য নতুন কার্যনির্বাহী নিয়োগ শুরু করেছে। এক্ষেত্রে প্রথমেই তারা সঞ্জয় ভার্গবকে (Sanjay Bhargava) স্টারলিংক ভারতের ডিরেক্টর পদে বেছে নিয়েছে। অক্টোবরের প্রথম দিন থেকেই ভার্গভ তার কর্তব্য পালন করবেন।

স্পেসএক্সের (SpaceX) পর্যবেক্ষণে স্টারলিংকের দেশীয় কার্যাধ্যক্ষের দায়িত্ব গ্রহণের সংবাদ ভার্গব নিজেই অন্যদের সাথে ভাগ করে নিয়েছেন। তার লিংকডইন (LinkedIn) পোস্ট থেকেই আমরা ব্যাপারটি জানতে পারি। সেখানে তিনি আলোচ্য পদে কাজ শুরুর পূর্বে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। ভারতে Starlink পরিষেবার আগমন যে এদেশের যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক বদল ঘটাবে, সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন।

অবশ্য প্রথম নয়, এর আগেও সঞ্জয় ভার্গব এলন মাস্কের সংস্থায় কর্মরত ছিলেন। ২০০০ সালে মাস্ক উদ্ভাবিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল (PayPal)-এর প্রতিষ্ঠাতা দলের অন্যতম সদস্য হিসেবে তিনি কাজ করেছেন। স্বভাবতই স্টারলিংকের এদেশীয় ডিরেক্টর হিসেবে কাজ করতে তার সমস্যা হবে না।

দেশের সমস্ত প্রান্তে যোগাযোগকে অটুট রাখবে Starlink

স্যাটেলাইট নির্ভর পরিষেবা হওয়ার ফলে স্টারলিংক দেশের সমস্ত প্রান্তে যোগাযোগ অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেবল-নির্ভর পরিষেবার তুলনায় এটি অপেক্ষাকৃত দ্রুত গতিতে ইন্টারনেটের সুবিধা প্রদান করবে, যা রিলায়েন্স জিও (Reliance Jio) সহ দেশের অগ্রগণ্য ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এমনিতেই দেশীয় সংস্থাগুলির পরিষেবা সম্পর্কে মানুষের নানা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ফলে সেই সব অভাব-অভিযোগ থেকে তারা স্টারলিংক পরিষেবার আওতায় আসতে পারেন বলে দুশ্চিন্তায় অন্যান্য সংস্থাগুলি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন