iPhone 13 mini-র দামে থাকবে বিরাট চমক, জেনে নিন ফিচার ও লঞ্চের সময়

সস্তা এবং কমপ্যাক্ট আইফোন মডেল হওয়া সত্ত্বেও, গত বছর চালু হওয়া iPhone 12 mini (আইফোন ১২ মিনি) গ্রাহক মহলে সাড়া ফেলতে পারেনি। আবার বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কম চাহিদার কারণে এই বছরের পর আর আইফোনের মিনি সংস্করণ দেখা যাবে না। ফলে মনে করা হচ্ছে iPhone 13 mini (আইফোন ১৩ মিনি) শেষবারের মতো বিশেষ কিছু চমক নিয়ে আসবে। নতুন রিপোর্ট থেকেও তেমনটাই ইঙ্গিত মিলেছে। আসন্ন iPhone 13 সিরিজের লঞ্চের তারিখ সহ mini মডেলের দাম ও ফিচার সম্প্রতি ফাঁস হয়েছে।

iPhone 13 mini-র লঞ্চের দিনক্ষণ

এখনো পর্যন্ত অ্যাপল (Apple) আনুষ্ঠানিকভাবে আইফোন ১৩ সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, ফোনগুলি আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে (বিশেষজ্ঞদের মতে ১৩ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বরের মধ্যে) চালু হবে।

iPhone 13 mini-র ডিজাইন এবং ফিচার

আইফোন ১৩ মিনি-তে অনেক ছোট নচ এবং কানেক্টর পিনসহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে। ডিভাইসটি 4nm (৪ ন্যানোমিটার) ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় নির্মিত নতুন A15 বায়োনিক চিপসেট দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ২,৪০৬ এমএএইচ ব্যাটারি। এছাড়া অন্যান্য আইফোন ১৩ মডেলের মতই এই মিনি মডেলেও আপগ্রেডেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং LiDAR সেন্সর থাকবে বলে মনে হচ্ছে।

iPhone 13 mini-র সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, অ্যাপল, তার আইফোন ১৩ সিরিজের‌ ফোনগুলির দাম আইফোন ১২ সিরিজের মতো রাখতে পারে। সেক্ষেত্রে আসন্ন আইফোন ১৩ মিনি ৬৯৯ ডলারের (আনুমানিক ৫১,৯৭২ টাকা) বিনিময়ে বিক্রি হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন