iPhone 13 নির্বাচিত হল বছরের সেরা স্মার্টফোন, দেখে নিন Amazon 2021 অ্যাওয়ার্ড কোন বিভাগে কে জিতলো

প্রকাশ্যে এলো ‘Amazon Customer’s Choice Smartphone Awards 2021’ -এর ফলাফল। আর সেখানেই চলতি বছরের সেরা স্মার্টফোনের শিরোপা জিতে নিলো Apple iPhone 13 ডিভাইস। শুধুমাত্র এটুকুই নয়, বরং আলোচ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মার্টফোনের আরো চারটি বিভাগে Apple iPhone 13 সিরিজের ডিভাইস সেরার তকমা পেয়েছে। ফলে আইফোনের সর্বশেষ সংস্করণের প্রতি স্মার্টফোনপ্রেমীদের মধ্যে অনুরাগ কতটা তীব্র তা অ্যামাজন কাস্টোমার্স চয়েস অ্যাওয়ার্ডস, ২০২১ -এর ফলাফল পুনরায় স্পষ্ট করেছে।

Apple iPhone 13 বেস ভ্যারিয়েন্ট ছাড়া iPhone 13 mini ডিভাইস বছরের সেরা প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া আল্ট্রা-প্রিমিয়াম ও ক্যামেরা বিভাগে iPhone 13 Pro শ্রেষ্ঠতার সম্মান আদায় করে নিয়েছে। ডিজাইনের দিক থেকেও শ্রেষ্ঠতার শিরোপা অর্জন করেছে iPhone 13 ডিভাইস। এছাড়া গেমিং স্মার্টফোন বিভাগে আইফোন ১৩ বেস ভ্যারিয়েন্ট দ্বিতীয় সেরার তকমা লাভ করেছে। ক্রেতাদের মতদানের প্রেক্ষিতে উক্ত বিভাগে প্রথম স্থান দখল করেছে iQoo 7 Legend ডিভাইস।

amazon-best-phones

উল্লেখ্য, প্রায় ৫০,০০০ ক্রেতার নির্বাচনের ভিত্তিতে অ্যামাজন, ২০২১ সালের সেরা স্মার্টফোন বেছে নিয়েছে। গত ৬ই ডিসেম্বর থেকে এই ই-কমার্স প্ল্যাটফর্মে ভোটদানের ব্যবস্থা চালু করা হয়, যাতে ক্রেতারা বিভিন্ন বিভাগে উপস্থিত স্মার্টফোনগুলির মধ্যে থেকে সেরা বিকল্পদের চয়ন করতে পায়। এরপর সংস্থার ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ নিজেদের পছন্দের স্মার্টফোন ও টেলিভিশনের পক্ষে ভোট দিয়েছেন বলে অ্যামাজন ইন্ডিয়ার মোবাইল ফোন ও টেলিভিশন বিভাগের নির্দেশক নিশান্ত সারদানা একটি বিবৃতিতে দাবী করেছেন। এজন্য তিনি অ্যামাজন ব্যবহারকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

amazon-best-tvs

অনুরাগীদের নির্বাচনে আইফোন ১৩ বেস ভ্যারিয়েন্ট বছরের সেরা স্মার্টফোন হিসেবে উঠে এলেও, Samsung সেখানে খুব একটা পিছিয়ে নেই। বরং আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় একই বিভাগে Samsung Galaxy S20 FE 5G ডিভাইস দ্বিতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে OnePlus Nord 2 5G সেরা মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে নির্বাচিত হয়েছে। এই বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে Redmi Note 10 Pro Max ডিভাইস। আবার ব্যাটারি ক্ষমতার নিরিখে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে নির্বাচিত হয়ে Samsung Galaxy M32 5G এবং Samsung Galaxy M21 (2021 Edition) দক্ষিণ কোরীয় টেক-জায়ান্টের সুনাম রক্ষা করেছে। অবশ্য একমাত্র অ্যামাজনে উপলব্ধ স্মার্টফোনগুলিই আলোচ্য পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। যেমন Asus ROG Phone 5, Motorola Edge সিরিজের ফোনগুলি Flipkart -এ উপলব্ধ হওয়ার কারণে নির্বাচনের বিকল্প হিসেবে মনোনীত হয়নি।

পরিশেষে জানিয়ে রাখি যে শুধু স্মার্টফোন নয় বরং বছরের সেরা স্মার্ট টেলিভিশনের জন্যও Amazon পুরস্কারের আয়োজন করেছে। সেক্ষেত্রে ৪৩ ইঞ্চির ক্রিস্টাল ৪কে (4K) সিরিজের অন্তর্ভুক্ত Samsung Ultra HD Smart LED TV বছরের সেরা স্মার্ট টিভির শিরোপা পেয়েছে। এছাড়া জনতার সবচেয়ে পছন্দের স্মার্ট টেলিভিশন ব্র্যান্ড হিসেবেও এখানে Samsung এক নম্বরে উঠে এসেছে।