iPhone 13 mini, iPhone 13 Pro-এর ক্যামেরা প্রত্যাশা পূরণে কতটা সফল, কী বলছে DxOMark-এর রিভিউ

ক্যামেরা এমনই একটি ক্ষেত্র, যা নিয়ে আইফোন (iPhone) ব্যবহারকারীদের গর্বের অন্ত নেই। যার ফলে প্রতি বছর আইফোনের নতুন প্রজন্মের হ্যান্ডসেট বাজারে আসার প্রাক-মুহূর্তে গ্রাহকদের পাশাপাশি…

ক্যামেরা এমনই একটি ক্ষেত্র, যা নিয়ে আইফোন (iPhone) ব্যবহারকারীদের গর্বের অন্ত নেই। যার ফলে প্রতি বছর আইফোনের নতুন প্রজন্মের হ্যান্ডসেট বাজারে আসার প্রাক-মুহূর্তে গ্রাহকদের পাশাপাশি টেকমহলে ঘুরতে থাকে একটাই প্রশ্ন, মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে এবারও প্রত্যাশা পূরণ হবে তো?

সম্প্রতি আত্মপ্রকাশ ঘটা নতুন iPhone 13 সিরিজের স্মার্টফোন সমস্ত অ্যাপলপ্রেমীদের কাছে এখনও পৌঁছয়নি। তবে এই সিরিজের দু’টি মডেল – আইফোন ১৩ প্রো (iPhone 13 Pro) ও আইফোন ১৩ মিনি (iPhone 13 Mini)-র ক্যামেরার গুণগতমান বিশ্লেষণ করে জনপ্রিয় বেঞ্চমার্ক ওয়েবসাইট ডিএক্সওমার্ক (DxOMark) পয়েন্ট দিয়ে যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে বলা যায়, এবারেও মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে দাগ কাটতে মোটামুটি সফল আইফোন ১৩ সিরিজ। তবে ফলাফল ঠিক অ্যাপল খচিত নয়।

ডিএক্সওমার্ক-এর স্মার্টফোন ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে সামগ্রিক ভাবে চতুর্থ স্থান অধিকার করেছে আইফোন ১৩ প্রো। অন্য দিকে, আইফোন ১৩ মিনি দশম স্থানে জায়গা পেয়েছে। উল্লেখ্য, অ্যাপলের গত বছরের সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১২ প্রো ম্যাক্স (iPhone 12 Pro Max)-ও দশম স্থানে রয়েছে। আবার ডিএক্সওমার্ক-এর প্রিমিয়াম স্মার্টফোন ক্যামেরা সেগমেন্টে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে আইফোন ১৩ প্রো।

ডিএক্সওমার্ক-এর লেটেস্ট র‌্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, মেইন ক্যামেরা ও সেল্ফি ক্যামেরা ডিপার্টমেন্টে আইফোন ১৩ প্রো-র প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ১৩৭ ও ৯৯। আবার একই ডিপার্টমেন্টে আইফোন ১৩ মিনি স্কোর করেছে যথাক্রমে ১৩০ পয়েন্ট ও ৯৯ পয়েন্ট। যার ভিত্তিতে গ্লোবাল র‌্যাঙ্কিংয়ের চার নম্বর স্থানে আইফোন ১৩ প্রো ও দশম স্থানে আইফোন ১৩ মিনি। এই প্রসঙ্গে বলা রাখা দরকার, আইফোন ১২ প্রো (iPhone 12 Pro) সিরিজে ব্যবহৃত একই ক্যামেরা সেন্সর এ বছর আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনি ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে।

ডিএক্সওমার্ক তাদের পর্যালোচনায় ফোনগুলির ক্যামেরার ইতিবাচক দিকগুলিও তুলে দিয়েছে। বেঞ্চমার্ক ওয়েবসাইটটির মতে, সঠিক এক্সপোজার, সুন্দর রঙ, হোয়াইট ব্যালেন্স, আলো-আধারি নির্বিশেষে চমৎকার স্কিন টোন – আইফোন ১৩ প্রো এর অ্যাডভান্টেজ। অন্য দিকে, আইফোন ১৩ মিনি-র ক্যামেরার সুবিধাগুলি হল টার্গেট এক্সপোজার, প্রাণবন্ত রঙ, হোয়াইট ব্যালেন্স, এবং দ্রুত ও সঠিক ফোকাস।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন