iPhone 14-এর ক্যামেরায় থাকবে চমক, 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা

অ্যাপলের আইফোন সিরিজগুলি নিয়ে অ্যাপলপ্রেমীদের মধ্যে উন্মাদনা সবসময় বজায় থাকে। নতুন আইফোনে কোন কোন অভিনব ফিচার যুক্ত করা হচ্ছে তাই নিয়ে আইফোন ব্যবহারকারীদের মধ্যে কৌতুহলের অন্ত থাকে না। প্রতিবছর সেপ্টেম্বর মাস নাগাদ এই আমেরিকান সংস্থা তাদের আইফোন সিরিজ বাজারে আনে। যেমন এবছর সেপ্টেম্বরে বাজারে আত্মপ্রকাশ করেছিল লেটেস্ট iPhone 13 সিরিজ। সেক্ষেত্রে এই সিরিজ লঞ্চ হওয়ার পর থেকেই iPhone 14 সিরিজ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে প্রযুক্তি মহলে। বিভিন্ন অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষকেরা নানা সময়ে আসন্ন আইফোন সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আনছেন। যেমন এখন বিখ্যাত এক অ্যাপল বিশ্লেষক দাবি করেছেন, আগামী বছর লঞ্চ হতে চলা iPhone 14 স্মার্টফোনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এবং ২০২৩-এর আইফোনে সিরিজ iPhone 15- এ দেখা যেতে পারে পেরিস্কোপ জুম লেন্স।

iPhone 14 -এ দেখা যেতে পারে ৪৮ মেগাপিক্সেলের দুর্দান্ত পারফরমেন্সের ক্যামেরা

নাইনটুফাইভম্যাকের (9to5Mac) একটি রিপোর্ট থেকে জানা গেছে, অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও আইফোন ১৪ ও আইফোন ১৫ ফোনগুলির ক্যামেরার বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে বাজারে বিদ্যমান আইফোন ১৩ সিরিজের স্মার্টফোনগুলির তুলনায় উত্তরসূরি আইফোন ১৪ ও আইফোন ১৫ সিরিজের স্মার্টফোনগুলির ক্যামেরা অনেকটাই উন্নত মানের হতে চলেছে।

লেটেস্ট iPhone 13 সিরিজের ফোনগুলিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, সেখানে কুও-র দাবি iPhone 14 -এ দেওয়া হতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। ফলে বোঝাই যাচ্ছে আসন্ন আইফোন সিরিজ যে মানের ছবি ও ভিডিও অফার করবে তা নিশ্চিতভাবেই ক্রেতাদের আরও বেশি আকৃষ্ট করবে। এই অতিরিক্ত মেগাপিক্সেল কাউন্ট শুধুই ভালো মানের ছবি বা ভিডিও প্রদান করতেই সহায়তা করবে না, তার সাথে কম আলোয় ক্যামেরার পারফরম্যান্সও উন্নত হবে বলে অনুমান করা হচ্ছে।

তবে এই অ্যাপল বিশ্লেষক iPhone 14- এর ক্যামেরা নিয়ে এই প্রথম তথ্য সামনে আনলেন না। এবছর কয়েকমাস আগেই তিনি আসন্ন আইফোন সিরিজে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার উপস্থিতির বিষয়টি সামনে এনেছিলেন৷ তার সঙ্গে তিনি আরও বলেছিলেন, নতুন iPhone 14 মডেলে ৮কে (8K) ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতে পারে।

আরও এক অ্যাপল বিশ্লেষক জেফ পু (Jeff Pu) মিং-চি কুও-র সাথে সহমত পোষণ করে দাবি করেছেন, আগামী বছরের নতুন আইফোন মডেলে থাকবে ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। তবে পু, জানিয়েছেন ৪৮ মেগাপিক্সেলের সেন্সরটি iPhone 14 সিরিজের ‘প্রো’ মডেলগুলির জন্যই বরাদ্দ করা হতে পারে। বেস মডেলে আগের মতই ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর ও টেলিফটো লেন্স দেখা যেতে পারে।

iPhone 15 -এ দেখা যেতে পারে পেরিস্কোপ লেন্স

মিং-চি কুও আরও জানিয়েছেন, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে iPhone 15 লঞ্চ হবে বিশেষ পেরিস্কোপ লেন্স সহ। বিশ্লেষক মার্চ মাসেও একই ধরনের দাবি করেছিলেন। পেরিস্কোপ লেন্সটি প্রাথমিকভাবে iPhone 14 সিরিজের স্মার্টফোনগুলিতে থাকবে বলে আশা করা হয়েছিল এবং পরবর্তীতে ২০২২ সালে iPhone 15 -এর সাথে আসবে বলেও অনুমান করা হয়।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

10 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

18 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

52 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago