মজাদার এক্সপ্লোরেথন ইভেন্ট শুরু করল Samsung; হাঁটলেই মিলবে নানান Galaxy প্রোডাক্ট!

“ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব…” গানে যতোই হেঁটে চাঁদের পাহাড়ে পৌঁছানোর কথা বা রামধনু রং দেখতে পাওয়ার কথা বলা হোক না কেন, বাস্তবে যে এগুলি অসম্ভব তা বোধহয় এখনকার কোনো বাচ্চাকেও আলাদা করে জানান দেওয়ার প্রয়োজন পড়বে না! তবে হাঁটি হাঁটি পা পা করলে যদি মেলে Galaxy Watches বা Galaxy Buds মতো একাধিক আকর্ষণীয় উপহার, তাহলে ব্যাপারটা কেমন হবে? শুনতে অবাক লাগলেও, জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung তার গ্রাহকদের জন্য এমনই একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে, যেখানে পদব্রজে পুরো ভারত ঘুরে ফেলতে পারলেই পুরষ্কার হিসেবে মিলবে ব্র্যান্ডের কোনো দুর্দান্ত ডিভাইস! তবে ভারত হেঁটে বেড়ানোর কথা শুনে ভিরমি খাবেন না, কারণ নিয়ম যেমন আছে তেমনি নিয়মের ফাঁকও আছে। আসলে এই চৈত্রের গনগনে রোদে ভারত ভ্রমণের জন্য আপনার বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই; বাড়িতে থেকেই আপনি খোশমেজাজে অনেকখানি হেঁটে ফেলতে পারেন, যে জন্য খোদ স্যামসাং আপনাকে পুরস্কৃত করবে। ধন্দে পড়েছেন? আসুন ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Galaxy India Explorathon

রিপোর্ট অনুযায়ী, ৯ই এপ্রিল অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে স্যামসাং (Samsung)-এর ‘গ্যালাক্সি ইন্ডিয়া এক্সপ্লোরেথন’ (Galaxy India Explorathon) ইভেন্ট, যা আগামী ২৮ দিন ধরে চলবে। এক্ষেত্রে স্যামসাংয়ের যে কোন সদস্যই এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। তবে এজন্য তাদের প্রথমে স্যামসাং মেম্বার্স অ্যাপে রেজিস্টার করতে হবে, যার ফলে তারা স্যামসাং হেল্থ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ইভেন্টে অবতীর্ণ হতে পারবেন। কিন্তু এই ‘স্টেপ চ্যালেঞ্জ প্রতিযোগিতায়’ সামিল হওয়ার জন্য অংশগ্রহণকারীদের অবশ্যই সক্রিয় স্যামসাং ডিভাইস থাকা বাঞ্ছনীয়।

এবার প্রতিযোগিতার ধরণটি আরেকটু খোলসা করে বর্ণনা করা যাক। বলে রাখি, স্যামসাংয়ের গ্যালাক্সি ইন্ডিয়া এক্সপ্লোরেথন নামক ভার্চুয়াল ইভেন্টে আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার জন্য সদস্যদের অন্তত ১ লক্ষ ৭৫ হাজার বার পা ফেলতে হবে, যার জন্য আপনারা পুরো ২৮ দিন সময় পাবেন। এই ২৮ দিনের মধ্যে ভারতের ডিজিটাল ম্যাপ অনুযায়ী, আপনাকে বাড়িতে বসেই শ্রীনগর, দিল্লী, লক্ষ্ণৌ, জয়সালমির এবং কোচির মত শহরগুলির পরিক্রমা সেরে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনার ভ্রমণ বা ফুট স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে ট্র্যাক করবে স্যামসাং হেল্থ অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে স্যামসাং আপনার নিত্যদিনের প্রতিটি গতিবিধি, নড়াচড়া এবং স্থান পরিবর্তনের জন্য ব্যয়িত পদক্ষেপগুলিকে এই ইভেন্টের স্টেপ হিসেবে গণ্য করবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, উল্লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যাদের সবথেকে বেশি পদক্ষেপ থাকবে, তাদের পুরস্কার জেতার সম্ভাবনা তত বেশি হবে। একই ভাবে, নির্বাচিত প্রথম পাঁচ জন সদস্য স্যামসাংয়ের তরফ থেকে Galaxy Watch এবং Galaxy Bud-এর মতো উপহার পেয়ে যাবেন। তাছাড়া ইভেন্ট চলাকালীন প্রতিদিন স্যামসাং মেম্বার্স অ্যাপে আয়োজিত ক্যুইজে অংশগ্রহণ করে প্রতিযোগীরা পুরস্কার হিসেবে বিভিন্ন Galaxy Wearables-ও জিতে নিতে পারেন। সুতরাং, এই অতিমারী পরিস্থিতিতে গ্যালাক্সি ইন্ডিয়া এক্সপ্লোরেথন ইভেন্টে যোগ দিয়ে মনের আনন্দে পথ হাঁটুন এবং নিজেকে ফিট রাখার পাশাপাশি স্যামসাংয়ের পক্ষ থেকে জিতে নিন একাধিক আকর্ষণীয় প্রোডাক্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন