Sony-র সঙ্গে জুটি বাঁধলো iQOO, তাক লাগাবে নতুন স্মার্টফোনের ক্যামেরা

iQOO 11S আগামী ৪ জুলাই চীনে লঞ্চ হতে চলেছে৷ এককথায়, স্মার্টফোনটি iQOO 11-এর আরও উন্নত ভার্সন। এতে শক্তিশালী Qualcomm Snapdragon 8+ Gen 2 প্রসেসর (অঘোষিত) ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। ফোনটিতে Sony IMX866VSC সেন্সর প্রাইমারি ক্যামেরা থাকবে বলে সূত্রের দাবি। সংস্থাটি এবার iQOO 11S এর ক্যামেরায় তোলা কিছু ছবির নমুনা শেয়ার করেছে। যা এই ফোনের ফটোগ্রাফি পারফরম্যান্স সম্পর্কে আভাস দিয়েছে।

iQOO 11S-এর ক্যামেরা স্যাম্পেল প্রকাশ্যে এল

আইকো ১১এস-এ তোলা ছবিগুলি দিনের বেলা আলোকিত পরিবেশে ভালোভাবে শুট করা হয়েছে, সেখানে সেন্সরের লো-লাইট পারফরম্যান্স বোঝা মুশকি। তবে, ছবিগুলি ইঙ্গিত করছে যে আইকো ১১এস সঠিকভাবে কালার ক্যাপচার এবং পুনরুৎপাদন করতে সক্ষম। এটাও লক্ষনীয় যে, স্যাম্পল ছবির বিষয়বস্তুগুলি গতিশীল। তা সত্ত্বেও, আইকো ১১এস কোনও অস্পষ্টতা ছাড়াই শার্প ছবি ক্যাপচার করতে সক্ষম হয়েছে।

iQOO 11S

iQOO 11S-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো ১১এস-এ কোয়াডএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ বড় ৬.৭৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ডিসপ্লে থাকবে। এতে একটি শক্ত ধাতব ফ্রেম এবং একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপও মিলবে৷ ডিভাইসটিতে আসন্ন স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ চিপসেট থাকবে আশা করা হচ্ছে, যা নুবিয়া রেডম্যাজিক ৮এস প্রো এবং ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনগুলিতেও ব্যবহার করা হতে পারে। আইকো ১১এস সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করতে পারে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, iQOO 11S-এর রিয়ার ক্যামেরা সেটআপে তিনটি সেন্সর থাকতে পারে, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ভি সেন্সর প্রধান ক্যামেরা হিসাবে কাজ করবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 11S-এ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) ইউজার ইন্টারফেসে রান করবে।