iPhone 14 Pro সিরিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, আসছে পুরানো 5nm ভিত্তিক A16 Bionic প্রসেসরের সাথে

অ্যাপল (Apple) চলতি বছরের শেষের দিকে তাদের iPhone 14 সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে ইতিমধ্যেই এই লাইনআপের হ্যান্ডসেটগুলি নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা শুরু হয়ে গেছে। বিভিন্ন রিপোর্টে এই ফ্ল্যাগশিপ ফোনগুলি নিয়ে নানা মত প্রকাশ করা হচ্ছে। এখন আবার এক পরিচিত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক দাবি করেছেন, iPhone 14 Pro মডেলগুলি A16 বায়োনিক চিপসেটের সাথে আসবে, যা টিএসএমসি (TSMC)-এর বিদ্যমান ৫ ন্যানোমিটার প্রক্রিয়া ওপর ভিত্তি করে তৈরি করা হবে। প্রসঙ্গত, A16 Bionic চিপের ফ্যাব্রিকেশন প্রক্রিয়াটি গত বছরের iPhone 13 এবং iPhone 13 Pro মডেলগুলিতে ব্যবহৃত A15 Bionic চিপের মতো হবে বলেই মনে করা করা হচ্ছে। আবার অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের MacBook Air মডেলগুলিতে উপলব্ধ চিপের জন্য এই একই প্রযুক্তি ব্যবহার করবে, যা iPhone 14 লঞ্চের আগে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত এই বছরের জুনের প্রথম দিকেই এই ল্যাপটপ সিরিজটি বাজারে আসতে পারে।

iPhone 14 Pro-এ থাকবে নতুন A16 Bionic চিপসেট

চিপমেকার তাইওয়ান সেমিকন্ডাক্টর মানুফাকচারিং কোম্পানি (TSMC) দ্বারা প্রকাশিত রোডম্যাপ এবং পাবলিক অ্যানাউন্সমেন্টকে উদ্ধৃত করে স্বনামধন্য বিশ্লেষক মিং-চি কুও টুইট করেছেন যে, অ্যাপলের এ১৬ বায়োনিক চিপটি এন৫পি (N5P) লজিক নোডের ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যা আগে এ১৫ বায়োনিক চিপ তৈরিতে ব্যবহৃত হয়েছিল। বিশ্লেষক বলেছেন যে, অ্যাপলের এই প্রসেসরকে বিপণনের উদ্দেশ্যে এ১৬ বায়োনিক নামে ডাকা হবে। তবে, কুও ইঙ্গিত দিয়েছেন যে, বিদ্যমান এ১৫ বায়োনিকের তুলনায় এ১৬-এ পারফরম্যান্স এবং পাওয়ার-সঞ্চয়ের ক্ষেত্রে সামান্য উন্নতি দেখা যেতে পারে।

জানিয়ে রাখি, মিং-চি কুও পূর্বে অনুমান করেছিলেন যে, অ্যাপল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল দুটি এ১৬ বায়োনিক চিপের সাথে আসবে, আর আইফোন ১৪ মডেলে একই এ১৫ প্রসেসর ব্যবহার করা হবে, যা আইফোনে ১৩ সিরিজে অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকের সাম্প্রতিক মন্তব্য অনুযায়ী, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলের মধ্যে উল্লেখযোগ্য চিপসেট-স্তরের পারফরম্যান্সের পার্থক্য দেখা যাবে না, কারণ উভয়েই একই ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি চিপগুলি ব্যবহার করা হবে। তবে, সংস্থা এর আগে সফ্টওয়্যারের দিকগুলিকে পরিমার্জন করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করেছে৷

এছাড়াও কুও জানিয়েছেন যে, iPhone 14 Pro মডেলের মতো, নতুন MacBook Air মডেলগুলিতে এম১ (M1) চিপসেটে উপলব্ধ একই সিপিইউ (CPU) আর্কিটেকচার ব্যবহার করা হবে, যা এ১৫ বায়োনিক প্রসেসরের অনুরূপ।

অন্যদিকে আগের কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অ্যাপল তাদের নতুন MacBook Air মডেলগুলিতে এম২ (M2) চিপ ব্যবহার করবে। কুও বিশ্বাস করেন যে, এম১ চিপের তুলনায় উল্লেখযোগ্য পারফরম্যান্স বুস্ট সহ এম২ সিরিজটি পরবর্তী ১৪ বা ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো মডেলে প্রদর্শিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে অ্যাপল তাদের বিপণনের উন্নতির উদ্দ্যেশে এম২ নামের চিপ দ্বারা চালিত নতুন MacBook Air চালু করতে পারে।

উল্লেখ্য, অ্যাপলের আপকামিং iPhone 14 বা MacBook Air- এর নতুন সংস্করণে কোনও লক্ষণীয় পারফরম্যান্স আপগ্রেড দেখা যাবে না বলেই আশা করা যায়। আর এটি মনে করার প্রধান কারণ হল যে, টিএসএমসি (TSMC) আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত গণ উৎপাদনের জন্য এন৩ (N3) এবং এন৪পি (N4P) লজিক নোড আনবে না, আর কোম্পানির কাছে যে এন৫পি (N5P) এবং এন৪ (N4) প্রযুক্তি রয়েছে, তা উভয়ই কোনো উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারবে না। ফলে, স্বাভাবিকভাবেই অ্যাপলকে পুরোনো এন৫পি প্রক্রিয়াটির ব্যবহার আপাতত চালিয়ে যেতে হবে।

Ananya Sarkar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

30 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

38 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

54 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

59 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago