Apple iPhone 14 Pro সিরিজে থাকবে A16 Bionic প্রসেসর, হতাশ করবে iPhone 14

টেক জায়ান্ট Apple তাদের নতুন iPhone সিরিজের উপর থেকে পর্দা সরাবে আর কয়েক মাস পরেই। সেক্ষেত্রে, লঞ্চের আগেই আপকামিং iPhone 14 সিরিজ সম্পর্কিত একাধিক তথ্য ফাঁস হচ্ছে অনলাইনে। যেমন, এই সিরিজের অধীনে চারটি ফোন আত্মপ্রকাশ করবে, যার মধ্যে স্পেসিফিকেশনের দিক থেকে ‘Pro’ মডেল দুটির সাথে, রেগুলার মডেল-দ্বয়ের অনেক পার্থক্য দেখা যাবে বলে দাবি করেছেন একটি বিশিষ্ট টেক সমালোচক। যেমন আসন্ন সিরিজের iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max -এ সংস্থার নয়া এ১৬ বায়োনিক (A16 Bionic) চিপসেট ব্যবহার করা হবে। আর, নন-প্রো মডেল অর্থাৎ iPhone 14 এবং iPhone 14 Max গত বছরের এ১৫ বায়োনিক (A15 Bionic) চিপসেটের সাথে আসবে‌ বলে রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এছাড়া, পূর্ববর্তী সিরিজগুলির তুলনায় এই আপকামিং সিরিজের বাহ্যিক ডিজাইনও অনেকটাই আলাদা হবে মনে করা হচ্ছে।

Apple iPhone 14 সিরিজের প্রো মডেল আসবে A16 Bionic প্রসেসর সহ, নন-প্রো মডেলে থাকবে গত বছরের A15 Bionic চিপসেট

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও বলেছেন যে, অ্যাপল ২০২২ সালের দ্বিতীয়ার্ধে চারটি নতুন আইফোন মডেল লঞ্চ করবে এবং এই মডেলগুলির নাম হতে পারে – iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, এবং iPhone 14 Pro Max। যার মধ্যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল iPhone 14 এবং iPhone 14 Pro -তে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে, দুটি ‘ম্যাক্স’ মডেলে অর্থাৎ – iPhone 14 Max এবং iPhone 14 Pro Max -কে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে সহযোগে নিয়ে আসা হবে, এমনটাই দাবি করা হয়েছে। প্রসঙ্গত, অ্যাপল তাদের সিরিজের অধীনে ‘Mini’ মডেল বন্ধ করে, তার জায়গায় ‘Max’ নামাঙ্কিত আরেকটি মডেল নিয়ে আসবে বলে জল্পনা রয়েছে।

যাইহোক, অপর একটি টুইটে মিং-চি কুও দাবি করেছেন যে, শুধুমাত্র আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো মাক্স ফোনে সংস্থার লেটেস্ট এ১৬ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হবে। আর, সিরিজের বাকি দুটি মডেল অর্থাৎ আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স, এ১৫ বায়োনিক চিপসেটের সাথে আসবে, যা কিনা গত বছর iPhone 13 সিরিজে সঙ্গেই প্রথমবার লঞ্চ হয়। তদুপরি, একটি পুরোনো রিপোর্টে, চারটি মডেলই “সম্ভবত ৬ জিবি র‌্যাম সহ আসবে” বলে দেখা গেছিলো। তবে, সাম্প্রতিক একটি রিপোর্টে আভাস দেওয়া হয়েছে যে, প্রো মডেলগুলি ৮ জিবি র‌্যামের সাপোর্ট পেতে পারে। কুও আরও বলেছেন যে, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স LPDDR5 র‌্যাম সহ এবং আইফোন ১৪ ও আইফোন ১৪ ম্যাক্স LPDDR4X র‌্যাম সহ আসবে।

তদ্ব্যতীত, অ্যাপলের আসন্ন এই সিরিজ সম্পর্কে পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছিল যে, আইফোন ১৪ সিরিজকে অ্যাপলের ‘প্রোমোশন’ (ProMotion) ডিসপ্লে ফিচারের সাথে নিয়ে আসা হবে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। তবে, এই বিষয়ে অপর এক বিশ্লেষকের দাবি, সংস্থাটি শুধুমাত্র সিরিজের প্রো ভ্যারিয়েন্টগুলির জন্যই ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে দেবে। এছাড়া, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোন-দ্বয় পিল-আকৃতির হোল পাঞ্চ কাটআউট ডিজাইনের সাথে আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।