Yamaha-র বাইক কিনলে মোটা ক্যাশব্যাক, সঙ্গে দামী ইয়ারবাডস গিফট, পুজোর আগে দুর্দান্ত অফার

পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। উৎসব উপলক্ষে মানুষের কেনাকাটার হুজুগ এখন তুঙ্গে। পোশাক-আশাকের পাশাপাশি গাড়ির শোরুমগুলিতে গ্রাহকদের ঢল চোখে পড়ার মতো। পুজোর সময় বন্ধুবান্ধবদের সঙ্গে নতুন বাইকে ঘুরে বেড়ানোর প্ল্যান অনেকেই করছেন। এমতঅবস্থায় মোটরসাইকেল কেনা আরও সহজ করতে ইয়ামাহা (Yamaha) তাদের ভারতীয় গ্রাহকদের জন্য জন্য একগুচ্ছ অফার ঘোষণা করল। যার সুবিধা ষষ্ঠীর আগে পর্যন্ত অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

Yamaha India ফেস্টিভ সিজন অফার

এই অফারের আওতায় গ্রাহকরা Yamaha FZ-FI মোটরসাইকেলটি ৩,০০০ টাকা ক্যাশব্যাক অফারে কিনতে পারবেন। তবে শর্তসাপেক্ষে বলা হয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং উত্তর-পূর্বের রাজ্য, ছত্তিশগড়, ঝাড়খন্ড এবং তামিলনাড়ুতে ক্যাশব্যাক উপলব্ধ হবে। অন্যদিকে তেলেঙ্গানা, বিহার, গুজরাত, মহারাষ্ট্র এবং গোয়াতে ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার করছে ইয়ামাহা।

অন্যদিকে Yamaha FZS-FI মোটরসাইকেলেও ৩,০০০ টাকা ক্যাশব্যাক অফার করা হচ্ছে। এক্ষেত্রেও শর্তসাপেক্ষে বলা হয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং উত্তর-পূর্বের রাজ্য, বিহার, গুজরাত, মহারাষ্ট্র, গোয়া, ঝাড়খন্ড এবং তামিলনাড়ুর নাগরিকরাই ওই ক্যাশব্যাক অফারে বাইকটি কিনতে পারবেন। আর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার গ্রাহকদের জন্য থাকছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার। উল্লেখ্য, এ রাজ্যে ইয়ামাহার সব শোরুমে এই অফার নাও মিলতে পারে। তাই ক্যাশব্যাক পাওয়া যাবে কিনা, সেটা নিকটবর্তী শোরুমে যোগাযোগ করে নিশ্চিত করার পরামর্শ রইল আমাদের তরফে।

ফিনান্সিয়াল সার্ভিস অফার

যে সকল গ্রাহক L&T Financial Services-এর ইএমআই স্কিমে ইয়ামাহার টু-হুইলার কিনতে চান, তাঁদেরকে boAt-এর এয়ারডোপস উপহার হিসেবে দেওয়া হবে। এই ইয়ারফোনটির দাম ৩,০০০ টাকা। এই অফার সমগ্র দেশ জুড়েই বৈধ। আসন্ন উৎসবের কথা ভেবে ইয়ামাহা তাদের সমস্ত দু’চাকা গাড়ির মডেলে আকর্ষণীয় অফার চালু করার পরিকল্পনা করছে। এই সুযোগে কম দামে ইয়ামাহার বাইক ও স্কুটার বাড়ি নিয়ে আসা যাবে।

এদিকে ‘দ্য কল অফ দ্য ব্লু’ অভিযানের আওতায় ইয়ামাহা এদেশে নিজেদের প্রিমিয়াম রেঞ্জের মোটরসাইকেল এবং স্কুটারের প্রচার চালিয়ে যাচ্ছে। ভারতের তরুণ প্রজন্মের মধ্যে টু-হুইলার কেনার আকাঙ্ক্ষা এবং মালিকানার গর্ব জাগানোর লক্ষ্য স্থির করেছে। এই আকর্ষণীয় অফার কেনার অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে। ফলস্বরূপ আরও বেশিসংখ্যক গ্রাহক শোরুমমুখী হয়ে উঠবেন। এতে গ্রাহকদের একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলা যাবে। ঘোষিত অফারের ফলে বিক্রি বাড়ার বিষয়ে আশাবাদী ইয়ামাহা।