Apple iPhone 14 সিরিজ নিয়ে বড় তথ্য প্রকাশ্যে, আসতে পারে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্টের সাথে

অপেক্ষা আর মাত্র কয়েকটা মাসের, তারপরই iPhone 14 সিরিজের উপর থেকে পর্দা সরিয়ে দেবে Apple। ফলে, স্পষ্টতই প্রত্যেক টেকপ্রেমী অধীর আগ্রহে বসে আছেন ১৪তম প্রজন্মের আইফোন দেখা পাওয়ার জন্য। তবে, লঞ্চের সময় যত ঘনীভূত হচ্ছে, ততই এই আপকামিং আইফোন সিরিজ সম্পর্কে নিত্যনতুন তথ্য সামনে আসছে। যেমন, সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 14 সিরিজের ফোনে অ্যাডভান্স স্যাটেলাইট কানেক্টিভিটি অপশন বিদ্যমান থাকতে পারে, যা জরুরী পরিস্থিতিতে শর্ট টেক্সট পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীর সাহায্য করবে। প্রসঙ্গত, iPhone 13 সিরিজের আগমনের আগেও এই একই ফিচারের উল্লেখ পাওয়া গিয়েছিল।

Apple iPhone 14 সিরিজে থাকতে পারে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার

সম্প্রতি অ্যাপল, তাদের ওয়্যারেবল ডিভাইসের জন্য অনুরূপ স্যাটেলাইট ফিচারের উপর কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছিল। এক্ষেত্রে, সংস্থাটি যদি সত্যি আইফোন ও ওয়াচে স্যাটেলাইট সিস্টেম অন্তর্ভুক্তি করার পরিকল্পনা করে থাকে, তাহলে তা ব্যবহারকারীদের জন্য বিশেষ সহায়ক প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই ফিচার, সংক্ষিপ্ত বার্তা পাঠানোর মাধ্যমে আপাতকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবা প্রদানকারী ইউনিটের সাথে যোগাযোগ স্থাপনের অনুমতি দেবে। এর জন্য, এই সিস্টেমে ৪জি বা ৫জি সেলুলার কভারেজ উপলব্ধ নেই এমন এলাকা থেকে মেসেজ পাঠানোর জন্য “এমার্জেন্সি মেসেজ ভায়া কন্টাক্টস” (Emergency Message via Contacts) অপশন অন্তর্ভুক্ত করা হবে।

যাইহোক, গত বছর আইফোন ১৩ সিরিজ আত্মপ্রকাশ করার সময়েও এতে LEO বা লোয়ার আর্থ অরবিট স্যাটেলাইটের কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহারের গুজব উঠেছিল। কিন্তু, পরবর্তী সময়ে দেখা যায় অ্যাপল তাদের ২০২১ সালের আইফোনগুলিতে এই ফিচার অন্তর্ভুক্ত করেনি। ফলে আইফোন ১৪ লাইনআপের ক্ষেত্রে সেলুলার কানেক্টিভিটি ফিচার দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।

প্রসঙ্গত, স্যাটেলাইট সংযোগের কার্যকারিতার কথা বললে, কোনো প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনার ঘটলে সেই বিষয়ে রিপোর্ট করার জন্য স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে টেক্সট মেসেজ বা SOS ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে সক্ষম হন ব্যবহারকারীরা। এক কথায়, এই ফিচার আইফোনে আসলে সঙ্কটকালীন পরিস্থিতিতে তা অ্যাপল গ্রাহকদের জন্য ‘লাইফ সেভার’ রূপী হবে।