গ্রামাঞ্চলে ছোট ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এল Omega Seiki, 10,000 বৈদ্যুতিক যান মোতায়েন করবে

ভারতের বৈদ্যুতিক যানবাহনের বাজারে একটি বহু পরিচিত নাম ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) বা ওএসএম। যাত্রী ও বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়ি তৈরিতে অবাধ বিচরণ রয়েছে তাদের। এবারে তারা দেশের অন্যতম কৃষিজ পণ্যের ডিজিটাল মার্কেটপ্লেস এগ্রি জংশন (Agri Junction)-এর সাথে হাত মেলানোর কথা ঘোষণা করল। উদ্দেশ্য ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে রাস্তায় ১০,০০০ দুই ও তিন চাকার বৈদ্যুতিক গাড়ি মোতায়েন করা। বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বেশি মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের এমন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অঞ্চলে, প্রাথমিক পর্যায়ে এ জাতীয় গাড়ি নামানো হবে।

সূত্রের খবর, ওএসএম তাদের Rage+, Rage+ Rapid, Rage+ Rapid Pro, Rage+ Frost ও Rage+ Swap এই তিন চাকার বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়িগুলি মোতায়েন করবে । সেই তালিকায় রয়েছে ইলেকট্রিক প্যাসেঞ্জার ভেহিকেল Stream এবং ইলেকট্রিক টু-হুইলার Mopedo। এমনকি গ্রামাঞ্চলে তারা ড্রোন ও ইলেকট্রিক ট্রাক্টরও চালাবে। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওএসএম-কে এই কাজে সাহায্য করবে এগ্রি জংশন। এই ডিজিটাল ই-কমার্স সংস্থাটি তাদের ওয়েবসাইটে ওএসএম-এর গাড়ির তালিকা নিবন্ধিত করবে। এর ফলে মালপত্র পরিবহণের সঙ্গে যুক্ত গ্রামাঞ্চলে ছোট ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় লোন পেতে সহায়তা হবে।

অন্যদিকে, ওমেগা সেইকি মোবিলিটি তাদের ব্র্যান্ড OSM E-link এবং বিশেষ গবেষণা ও উন্নয়ন দলের অধীনে দেশে বৈদ্যুতিক চার্জিং স্টেশনের পরিকাঠামো গড়ে তোলায় দৃষ্টি নিক্ষেপ করেছে। যেগুলি প্রধানত দেশের গ্রামাঞ্চলগুলিতে তৈরি করা হবে। কারণ শহরের পাশাপাশি দেশের গ্রামের নাগরিকরাও যাতে বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষিত হন, সে কারণেই এই পদক্ষেপ। এই প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ বলেন, “ওএসএম বর্তমানে কোরিয়া এবং থাইল্যান্ডের গবেষণা কেন্দ্রে বৈদ্যুতিক ট্রাক্টরের কঠোর পরীক্ষা করে দেখছে। যেগুলি ২০২৩-এর মধ্যে দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বাজারে লিজে দেওয়া হবে।”

নারাঙ্গ আরও বলেন, “এগ্রি জংশনের সাথে আমাদের জোট এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওমেগা সেইকি মোবিলিটি এবং এগ্রি জংশন যৌথভাবে গ্রাম্য বাজারে পরিকাঠামো গড়ে তুলবে। এই বাজার গুলিতে যাতে বৈদ্যুতিক গাড়ির বেচা কেনার পরিমাণ বৃদ্ধি পায় সেটি আমরা নিশ্চিত করব।”