Samsung-এর হাত ছাড়ছে Apple, iPhone 15 সিরিজের ডিসপ্লে সরবরাহ করতে পারে BOE

গত বছরের শেষ থেকেই ২০২৩ সালের আইফোন সিরিজ অর্থাৎ Apple iPhone 15 (অ্যাপল আইফোন ১৫) লাইনআপ নিয়ে চর্চা শুরু হয়েছে। আজও এই সিরিজ সম্পর্কে নয়া তথ্য ফাঁস হল। নতুন রিপোর্ট অনুযায়ী, iPhone 15 সিরিজের OLED LTPO ডিসপ্লে প্যানেলের জন্য Apple, Samsung (স্যামসাং)-এর বদলে BOE-র সাথে হাত মেলাচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে সংস্থার লেটেস্ট iPhone 13 সিরিজের হাই এন্ড ‘Pro’ (প্রো) মডেলগুলি Samsung-এর ডিসপ্লে দ্বারা চালিত হয়, যাতে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। তবে The Elec-এর নতুন রিপোর্ট বলছে যে, BOE (বিওই) গ্রুপ, iPhone 15 সিরিজের ‘Pro’ ডিভাইসগুলির জন্য OLED LTPO ডিসপ্লের সরবরাহকারী হতে পারে।

Samsung এবং LG, iPhone 15 সিরিজের বেস মডেলের ডিসপ্লে সরবরাহ করবে

সাম্প্রতিক রিপোর্ট মোতাবেক, আইফোন ১৫ সিরিজের প্রো মডেল দুটির ডিসপ্লে বিওই গ্রুপ কর্তৃক সরবরাহ করা হলেও, সিরিজের বেস মডেল বা বেস মডেলগুলির জন্য ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং বা এলজি (LG)। তবে এই ফোনগুলি বাজারে আসতে এখনও অনেক সময় বাকি। কারণ এই বছর সেপ্টেম্বরে আইফোন ১৪ (iPhone 14) সিরিজ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

iPhone 14 সিরিজের বিশেষত্ব

মনে করে করা হচ্ছে আসন্ন আইফোন ১৪ সিরিজে iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max – চারটি মডেল লঞ্চ হবে। এই সিরিজের অধীনে কোনো ‘মিনি’ বা সস্তা কমপ্যাক্ট মডেল আসবে না। আবার এই ফোনগুলির ডিজাইনে সম্ভবত বড় পরিবর্তন দেখা যাবে। সাথে থাকবে ই-সিম সাপোর্ট এবং আরও অনেক আধুনিক ফিচার।

এদিকে iPhone X সিরিজের সাথে আগমন ঘটা নচ ডিসপ্লে ডিজাইন থেকে আইফোনকে মুক্তি দেবে Apple। সেক্ষেত্রে আইফোন ১৪ সিরিজের সমস্ত ফোনে পাঞ্চ-হোল কাটআউট দেখা যেতে পারে৷