Guinness World Record: ভারতের প্রায় ১৭টি শহরে আয়োজিত হল Samsung-এর ‘এপিক’ আনবক্সিং ইভেন্ট

এবারে ভারতের মাধ্যমে এক নতুন ও অনন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল Samsung (স্যামসাং)। আমরা প্রায় সবাই জানি যে চলতি মাসের শুরুতে Samsung তাদের Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত Galaxy Unpacked 2022 লঞ্চ ইভেন্টে Samsung Galaxy S22, Galaxy S22+ , এবং Galaxy S22 Ultra – এই তিনটি ফোন আত্মপ্রকাশ করেছে। তবে ভারতে ফোনগুলি কয়েকদিন পরে এসেছে। সেক্ষেত্রে, সম্প্রতি Galaxy S22 Ultra (গ্যালাক্সি এস২২ আল্ট্রা) স্মার্টফোনটিকে একসঙ্গে দেশের প্রায় ১৭টি শহরে আনবক্স করেছে Samsung যা গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে পাকা জায়গা করে নিয়েছে।

কবে এবং কীভাবে হল এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড?

স্যামসাং, ২০২২ সালের ৫ মার্চ এই অনন্য রেকর্ডটি করে। ওইদিন ১,৮২০ জন স্যামসাং ব্যবহারকারী একযোগে নিউ দিল্লি, মুম্বাই, পুনে, জয়পুর, কলকাতা, পাটনা এবং ইন্দোরসহ ভারতের ১৭টি শহরে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোনটি আনবক্স করেন। যে সকল ব্যবহারকারীরা ফোনটি প্রি-বুক করেছিলেন, কেবল তারাই এই ইভেন্টে অংশ নিয়েছিলেন। ফোনটি মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হওয়ার আগেই প্রি-বুক করা ইউজারদের কাছে হ্যান্ডসেটটি ডেলিভারি করা হয়েছিল। আবার, এই সকল ব্যবহারকারীদের কোম্পানির পক্ষ থেকে একটি স্পেশাল লিমিটেড এডিশন বক্সও দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি থেকে এদেশে গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলির জন্য প্রি-বুকিং নিতে শুরু করেছিল দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। এবং প্রি-বুকিং শুরু হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ৭০ হাজারেরও বেশি প্রি-বুকিং হয়, যাকে আর-একটি রেকর্ড বললেও খুব একটা ভুল বলা হবে না!

ডিসকাউন্ট অফারে কিনে নিন Samsung Galaxy S22 Ultra

ভারতীয় ক্রেতারা ২৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১০ মার্চ পর্যন্ত অ্যামাজন, স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোর, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এবং রিটেল আউটলেটের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোনটি প্রি-বুক করতে পারবেন। এই ফোনটি কোম্পানির সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্যালাক্সি এস২২ আল্ট্রা মডেলটি প্রি-বুক করলে ব্যবহারকারীরা ২৬,৯৯৯ টাকা দামের গ্যালাক্সি ওয়াচ ৪ (Galaxy Watch 4) মাত্র ২,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। উল্লেখ্য, আগামী ১১ মার্চ থেকে ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজটি কেনার জন্য উপলব্ধ হবে।

Samsung Galaxy S22 Ultra-র স্পেসিফিকেশন

৪এনএম-বেসড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৮ ইঞ্চি Edge QHD+ Dynamic AMOLED ডিসপ্লে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১-এ কাজ করবে। আবার স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা-তে রয়েছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ১৫ ওয়াট ওয়্যারলেস, ৪৫ ওয়াট ওয়্যারড এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার চার্জিং সাপোর্ট করে।