iPhone 15: অ্যান্ড্রয়েড ফোনের দু’বছর আগের পেরিস্কোপ জুম ক্যামেরা দেখা যাবে এবার আইফোনে

টেক জায়ান্ট Apple প্রতি বছর তৃতীয় কোয়ার্টারে তাদের নেক্সট-জেনারেশন আইফোন সিরিজ (iPhones series) নিয়ে আসে। সেক্ষেত্রে আগামী বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 14 সিরিজ। তবে এই সিরিজ বাজারে আসার আগেই iPhone 15 সিরিজের একটি গুরুত্বপূর্ণ ফিচার ফাঁস হল। প্রখ্যাত এক টিপস্টারের সৌজন্যে জানা গেছে ১৫তম প্রজন্মের আইফোন সিরিজে পেরিস্কোপিক জুম (periscopic zoom) টেকনোলজি সমর্থিত ক্যামেরা থাকবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০১৯ সাল থেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে পেরিস্কোপ জুম লেন্স। তাই আইফোনে এই লেন্সের ব্যবহার প্রথম বলা ঠিক হবে না।

শক্তিশালী পেরিস্কোপিক জুম ক্যামেরার সাথে লঞ্চ হতে পারে আইফোন ১৫ (iPhone 15 could launch with a powerful periscopic zoom camera)

এই তথ্যটি সামনে এনেছেন জনপ্রিয় টিপস্টার মিং-চি কুও (Ming-Chi Kuo)। অতীতে আইফোন সংক্রান্ত সর্বাধিক নির্ভরযোগ্য তথ্য সরবরাহের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল কুও -কে। তাই আশা করা যায়, সম্প্রতি সামনে আসা খবরটি শুধুমাত্র গুজব নয়। যাইহোক, টিপস্টারের বিবৃতি অনুযায়ী, ১৫তম প্রজন্মের আইফোন সিরিজের কমপক্ষে একটি মডেলে পেরিস্কোপ ক্যামেরা লেন্স সিস্টেম পাওয়া যাবে। যদিও রিপোর্টে নির্দিষ্ট ভাবে কোনো মডেলের নাম উল্লেখ করা হয়নি। তবে, আমাদের অনুমান এই মডেলটি আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) হতে পারে। কেননা, সিরিজের প্রো ম্যাক্স মডেল আকারে সর্বাধিক বড় হওয়ায়, তাতে পেরিস্কোপিক জুম ক্যামেরা কনফিগার করার পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে।

তবে আইফোন ১৫ সিরিজে পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করার খবর প্রকাশ্যে এলেও, তার জুমিং রেঞ্জ কতটা থাকবে তা দেখার বিষয় হবে। জানিয়ে রাখি, প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারা সাধারণত ৫এক্স (5X) পর্যন্ত অপটিক্যাল জুম রেঞ্জ অফার করে থাকে। এমনকি সফ্টওয়্যার কাস্টমাইজ করার মাধ্যমে ১০এক্স (10X) রেঞ্জ পর্যন্ত লসলেস জুম পারফরম্যান্সও এখন সরবরাহ করেছে কিছু টেক সংস্থা।

৪৮ মেগাপিক্সেলের বড় ক্যামেরা সেন্সর সহ আসতে পারে iPhone 14 (iPhone 14 is expected to get larger 48MP camera sensors)

আইফোন ১৫ সিরিজের পাশাপাশি আইফোন ১৪ সিরিজ সম্পর্কিত কিছু তথ্যও ফাঁস হয়েছে সম্প্রতি। রিপোর্ট অনুযায়ী, আপকামিং আইফোন ১৪, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ আসতে পারে, যা ৮কে (8K) রেজোলিউশনের ভিডিও রেকর্ডিং ও তুলনায় উন্নত পিকচার কোয়ালিটি অফার করবে। আবার গুজব যদি সত্যি হয়, তবে উক্ত মডেলে পিক্সেল বিনিং টেকনোলজি ব্যবহার করা হবে। যা ‘পিকচার ডিটেইলিং’ এবং কম আলোতে স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে। জানিয়ে রাখি, আইফোন ১২ -এর মতো লেটেস্ট আইফোন ১৩ সিরিজের ফোনগুলির প্রাইমারি সেন্সরও ১২ মেগাপিক্সেলের। সুতরাং, বড় সেন্সরের সাথে আসন্ন আইফোনের ক্যামেরা সেটআপ আরো ভালো পারফরম্যান্স প্রদান করবে, বলে আশা করছি আমরা।