iPhone 16: অল্প হলেও ব্যাটারির শক্তি বাড়ছে আসন্ন আইফোনে

অ্যাপল আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজটি লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে এখন প্রো মডেলগুলির ব্যাটারি ক্ষমতা প্রকাশ্যে এসেছে।

Apple Iphone 16 Pro Max Battery

আগামী সেপ্টেম্বর মাসে অ্যাপলের বার্ষিক লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে মার্কিন কোম্পানিটি তাদের আইফোন ১৬ সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করবে। তবে এই লাইনআপকে ঘিরে দীর্ঘদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে। আর এখন একটি রিপোর্ট আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ব্যাটারির ক্ষমতার ওপর আলোকপাত করেছে৷ আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো মডেলগুলির ব্যাটারির ক্ষমতা

জিএসএমএরিনার রিপোর্ট অনুসারে, আইফোন ১৬ প্রো ফোনে ৩,৫৭৭ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান প্রজন্মের আইফোন ১৫ প্রো হ্যান্ডসেটের ৩,২৭৪ এমএএইচ ব্যাটারির তুলনায় ৯% বৃদ্ধি নির্দেশ করে। অন্যদিকে, আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনটির ব্যাটারি ক্ষমতায় ৫%-এর সামান্য বৃদ্ধি দেখা যেতে পারে। আইফোন ১৫ প্রো ম্যাক্সে ৪,৪৪১ এমএএইচ ব্যাটারি রয়েছে, আর আসন্ন প্রো ম্যাক্স মডেলে ৪,৬৭৬ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে।

যদিও ব্যাটারির এই বৃদ্ধি খুব একটা বেশি নয়, তবে এগুলি ব্যাটারি লাইফের উন্নতিতে অ্যাপলের মনোযোগের দিকে ইঙ্গিত দিচ্ছে। এমনকি চিপসেট এবং ডিসপ্লে প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির সাথে এই ব্যাটারি ক্ষমতার উন্নতি একত্রিত হওয়ার ফলে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ইউজাররা দীর্ঘ সময় হ্যান্ডসেটটি ব্যবহার করতে পারবেন।

আইফোন ১৬ প্রো আইফোন ১৬ মডেলগুলিও এবছর চার্জিং আপগ্রেড পাবে বলে জানা গেছে। উভয় মডেলই ৪০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান ২৭ ওয়াটের থেকে বেশি। ওয়্যারলেস চার্জিং গতিও উন্নত হতে পারে, যা ম্যাগসেফের সাথে ১৫ ওয়াট থেকে ২০ ওয়াট পর্যন্ত বাড়বে।

তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এগুলি কেবল ফাঁস এবং অ্যাপল আইফোন ১৬ লাইনআপ সম্পর্কে কোনও বিবরণ নিশ্চিত করেনি। যদি ফাঁস হওয়া তথ্যগুলি সত্যি প্রমাণিত হয়, তাহলে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা কিছুটা ভালো ব্যাটারি লাইফ এবং আরও সুগমিত চার্জিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

তবে, কিছু অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বড় ব্যাটারি এবং দ্রুততর চার্জিং সলিউশন অফার করে। তাই অ্যাপলের এই উন্নতিগুলি পুরোপুরিভাবে এই ব্যবধান ঘোচানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোনগুলি কি কি অফার করতে চলেছে তা নিশ্চিতভাবে জানতে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।