iPhone 16 Pro: ক্যামেরার নিরিখে শ্রেষ্ঠত্বের তকমা পেতে ঝাঁপাচ্ছে অ্যাপল, আইফোনে এবার বড় চমক

অ্যাপল আগামী সেপ্টেম্বর মাস নাগাদ তাদের পরবর্তী প্রজন্মের iPhone 16 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। এই লাইনআপটিকে ঘিরে বিভিন্ন তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে।…

অ্যাপল আগামী সেপ্টেম্বর মাস নাগাদ তাদের পরবর্তী প্রজন্মের iPhone 16 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। এই লাইনআপটিকে ঘিরে বিভিন্ন তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। আর এখন একটি নির্ভরযোগ্য সূত্র মারফৎ iPhone 16 সিরিজের Pro এবং Pro Max মডেলের ক্যামেরা সম্পর্কে বিশদ তথ্য সামনে এসেছে। আসুন এগুলি জেনে নেওয়া যাক।

iPhone 16 Pro সিরিজের ক্যামেরার বিবরণ

ডিজিটাইমসের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স উভয় মডেলেই একটি পেরিস্কোপ লেন্স থাকবে। এছাড়া, প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড প্রো মডেলে ৫x অপটিক্যাল জুম মিলবে৷ এর আগে, শুধুমাত্র আইফোন ১৫ প্রো ম্যাক্স এই চিত্তাকর্ষক জুম ক্ষমতা অফার করতো। ফলে ইউজারদের কম্প্যাক্ট ফোন বা উচ্চতর টেলিফটো পারফরম্যান্সের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হতো। আসন্ন আইফোন ১৬ প্রো ফোনের ক্ষেত্রে দুটোই মিলবে। রিপোর্টে বলা হয়েছে যে অ্যাপল ইউজারদের ফিডব্যাক নিয়েছে এবং প্রো ক্যামেরার এক্সপেরিয়েন্সকে লাইনআপ জুড়ে আরও দৃঢ় করে তুলছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, অ্যাপল ইতিমধ্যেই পেরিস্কোপ লেন্স মডিউলগুলির উৎপাদন শুরু করেছে, লার্গান প্রিসিশন এবং ইউজিংগুয়াংয়ের সাথে অংশীদারিত্ব করে। অ্যাপল আইফোন ১৬ প্রো একটি বিশেষ “কোয়াড্রিপল-রিফ্লেকশন প্রিজম” ডিজাইনের সাথে তার টেলিফটো লেন্সে একটি উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করে৷ এটি প্রতিযোগীদের তুলনায় একটি স্লিম ক্যামেরা বাম্পের সাথে আসবে, তবে তার জন্য আপোষও করা হচ্ছে। লেন্সের মধ্যে অতিরিক্ত আলোর বাউন্স কিছু আলোর ক্ষতি করতে পারে, সম্ভাব্যভাবে লো লাইট টেলিফটো পারফরম্যান্সকে প্রভাবিত করে। অ্যাপল আইফোন ১৬ সিরিজের এই দিকটি উন্নত করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

আইফোন ১৬ প্রো ফোনের নতুন ৫x জুম নজর কাড়বে, আর আরও ভালো টেলিফোটো ক্যামেরা আইফোন ১৬ প্রো ম্যাক্সের হাইলাইট হবে৷ প্রো ম্যাক্সের জন্য এক্সক্লুসিভ একটি “সুপার টেলিফোটো” লেন্স থাকবে বলে জল্পনা রয়েছে, এটি সম্ভবত আরও বেশি জুম ক্ষমতা প্রদান করবে।

এছাড়াও জানা গেছে যে, আইফোন ১৬ সিরিজের ডিজাইনে বদল দেখা যাবে। ক্যামেরা লেআউটটিকে উল্লম্বভাবে সাজানো হতে পারে। স্ট্যান্ডার্ড আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলগুলিতেও প্রো মডেলগুলির মতো “অ্যাকশন বাটন” থাকতে পারে। অ্যাকশন বাটনগুলি টাচ-সেনসিটিভ বিকল্পগুলির সাথে প্রতিস্থাপিত হতে পারে, যা আরও নির্বিঘ্ন ইউজার এক্সপেরিয়েন্সের জন্য হ্যাপটিক প্রতিক্রিয়া প্রদান করে।

আইফোন ১৬ সিরিজের বেস মডেলগুলি সম্ভবত এ১৮ চিপসেটে চলবে, এ১৮ প্রো প্রসেসরটি সম্ভবত প্রো মডেলগুলিকে শক্তিশালী করবে৷ সফ্টওয়্যারের ক্ষেত্রে, আইফোন ১৬ সিরিজটি সদ্য ঘোষিত আর্টিফিসিয়াল ইন্ট্যালিজেন্স চালিত আই ওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলবে।