iOS 15.4: নতুন আপডেট ইনস্টল করে সমস্যায় iPhone ব্যবহারকারীরা, দ্রুত শেষ হচ্ছে ব্যাটারি

গত সপ্তাহে আইফোন (iPhone) ব্যবহারকারীদের জন্য ফের একটি নতুন সফ্টওয়্যার আপডেট রোলআউট করেছিল Apple (অ্যাপল)। তবে, রিলিজ হওয়ার কিছু দিনের মধ্যেই লেটেস্ট আইওএস ১৫.৪ (iOS 15.4) আপডেট সংক্রান্ত অভিযোগ শোনা গেলো আইফোন মালিকদের মুখে। আসলে ব্যাপারটা হল, এই নয়া অপারেটিং সিস্টেম যারা নিজেদের আইফোনে ইনস্টল করেছেন, প্রায় প্রত্যেকেই ব্যাটারি ড্রেনিং সমস্যার সম্মুখীন হয়েছেন। মাস্কের সাথে ফেস আইডি ব্যবহার করার বিকল্প অফার করার দরুন এই লেটেস্ট আইওএস ভার্সনটি বিশেষ সাড়া ফেলেছিল অ্যাপল প্রেমীদের মধ্যে। কিন্তু সাম্প্রতিক ব্যাটারি ইস্যু দেখা দেওয়ার পর টুইটার জুড়ে এখন টেক জায়ান্টটির প্রতি অভিযোগ-অনুযোগের পোস্ট লক্ষ্য করা গেছে। জানিয়ে রাখি, আইওএস ১৫ (iOS 15) আপডেট ডাউনলোড করার পরও এই একই ধরনের সমস্যার কথা জানিয়ে ছিলেন বহু ব্যবহারকারী।

ব্যাটারি ড্রেনিং সমস্যা দেখা দিল আইওএস ১৫.৪ আপডেটে

মাইক্রোব্লগিং সাইট টুইটারের (Twitter) মাধ্যমে ম্যাক্সিম শিশকো নামের এক ব্যক্তি অভিযোগ জানান যে, আইফোনে আইওএস ১৫.৪ আপডেট ইনস্টল করার পর থেকে তার হ্যান্ডসেটের ব্যাটারি লাইফ প্রভাবিত হয়েছে। একইভাবে, আরেকজন আইফোন মালিকের বিবৃতিতে, ” আইফোনের ব্যাটারি পার্সেন্টেজ ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ৫ শতাংশে নেমে গেছে।” আবার, ওডেড শোপেন নামে এক আইফোন ব্যবহারকারী টুইটারে পোস্ট করেছেন যে, “আইওএস ১৫.৪ আপডেট আমার আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনের ব্যাটারি নষ্ট করছে। আমার আইফোন চার্জ ছাড়াই যেখানে বহু দিন সক্রিয় থাকতো, সেখানে অর্ধেক দিনেই এর ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে।”

অন্যদিকে, জোয়ি ক্যাস্টিলো নামের এক ব্যক্তি ওএস ভার্সনটি ডাউনলোডের পর থেকে এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছেন। তার মন্তব্য অনুযায়ী, “আপডেট করার পর থেকে, ফোনের ব্যাটারি পার্সেন্টেজে অস্বাভাবিকতা দেখতে পাচ্ছি। ফোনটি চার্জিংয়ে থাকা অবস্থায় ৯৫% বা ৯৭% -এ আটকে থাকছে। আর চার্জার থেকে আনপ্লাগ করার পর আপনা থেকে ব্যাটারি ১০০% চার্জড দেখাচ্ছে। কিন্তু, ৫ মিনিট যেতে না যেতেই অথবা ফোনটি রিস্টার্ট করার পরক্ষনে ব্যাটারি দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে।” একাধিক আইফোন ব্যবহারকারী বর্তমানে অনুরূপ সমস্যার ভুক্তভোগী। তবে মনে হচ্ছে, ওএস ভিত্তিক এই সমস্যাটি স্থায়ী নয়। কারণ, একটি আইফোন রিক্যালিব্রেট করতে কয়েক দিন সময় নেয় এবং তা সম্পন্ন হয়ে গেলে ব্যাটারি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা আছে।

যদিও, সাম্প্রতিক এই ব্যাটারি ড্রেনিং সমস্যা সম্পর্কে অ্যাপল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যাইহোক, সদ্য রোলআউট হওয়া আইওএস ১৫.৪ আপডেট ইতিমধ্যেই পুরোনো এবং নয়া বেশ কয়েকটি আইফোন মডেলের জন্য উপলব্ধ। সেক্ষেত্রে, নিম্নলিখিত আইফোন মডেলগুলিতছ আইওএস ১৫.৪ -এ আপডেট পাওয়া যাবে :

iPhone 13
iPhone 13 mini
iPhone 13 Pro
iPhone 13 Pro Max
iPhone 12
iPhone 12 mini
iPhone 12 Pro
iPhone 12 Pro Max
iPhone 11
iPhone 11 Pro
iPhone 11 Pro Max
iPhone Xs
iPhone Xs Max
iPhone Xr
iPhone X
iPhone 8
iPhone 8 Plus
iPhone 7
iPhone 7 Plus
iPhone 6s
iPhone 6s Plus
iPhone SE (1st generation)
iPhone SE (2nd generation)

কীভাবে আইফোনকে আইওএস ১৫.৪ ওএস ভার্সনে আপডেট করবেন (how to update your iPhone to iOS 15.4 OS version)

১. প্রথমে, ফোনে থাকা সেটিংস অ্যাপে চলে যান।
২. এরপর, জেনারেল বাটনে ট্যাপ করুন।
৩. এবার, সফ্টওয়্যার আপডেট অপশনটি নির্বাচন করুন।
৪. পরিশেষে, আইওএস ১৫.৪ লেখা বাটনে ট্যাপ করুন।

এমনটা করলেই, আপনার আইফোনে আইওএস ১৫.৪ আপডেট ডাউনলোড ও ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে।