Flipkart Sale: ৩৪ হাজার টাকার বেশি ছাড়, লঞ্চের পর বিশাল সস্তায় বিক্রি হচ্ছে iPhone 14

মাত্র কয়েক মাস আগেই বাজারে পা রেখেছে Apple-এর iPhone 14 সিরিজ। তবে যদি কেউ এই সিরিজের ফোন সস্তায় কিনতে চান, তাহলে সেই আশা এখন সহজেই পূরণ হতে পারে! আসলে এখন প্রিমিয়াম ব্র্যান্ডটি ভারতে iPhone 14 মডেলের দাম প্রায় ১২,০০০ টাকা কমিয়েছে। শুধু তাই নয়, এই আইফোনটি কেনার সময় পাওয়া যাবে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টও। অর্থাৎ, বড় ডিসপ্লের iPhone 14 আপনারা এখন কোনো সেল ছাড়াই অত্যন্ত কম দামে পকেটস্থ করতে পারবেন; বলতে গেলে এখন অফারটি মিস করলে কিন্তু পরে পস্তাতে হতে পারে। আসুন এখন এই অফার সম্পর্কে বিশদে জেনে নিই।

বিশাল ডিসকাউন্টে মিলছে iPhone 14, কীভাবে কিনবেন?

আইফোন ১৪-র ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৮৯,৯০০ টাকা, তবে এখন এটি ৭৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। কারণ জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি এই আইফোনে ১২,৯০১ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। তবে এখানেই অফারের শেষ নয়! এক্ষেত্রে সাশ্রয় করতে আপনারা যদি কেনাকাটার সময় অ্যাক্সিস (Axis) ব্যাঙ্ক কার্ডের ব্যবহার করেন, তাহলে ৫% অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে আইফোন ১৪ কিনলে পেতে পারেন ২১,৪০০ টাকা পর্যন্ত ছাড়।

iPhone 14 Plus-এর স্পেসিফিকেশন

অ্যাপল আইফোন ১৪ মডেলে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ, পিক ব্রাইটনেস ১২০০ নিট এবং রেজোলিউশন ২,৫৩২×১,১৭০ পিক্সেল। এতে সংস্থার নিজস্ব এ১৫ বায়োনিক প্রসেসর বিদ্যমান যেখানে সফ্টওয়্যার হিসেবে মিলবে আইওএস ১৬ অপারেটিং সিস্টেম। এই আইফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৩,২৭৯ এমএএইচ।

একইভাবে ফটোগ্রাফির জন্য আইফোন ১৪-এ ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। মজার ব্যাপার হল যে, এটি আইপি৬৮ (IP68) সার্টিফাইড হওয়ায় জল বা ধুলো লাগা সত্ত্বেও এর কোনো ক্ষতি হবেনা।