iOS 15: আপনার iPhone বা iPad-এ কখন আসবে সবচেয়ে বড় আপডেট, জেনে নিন

গতকাল Apple তাদের California Streaming ইভেন্টে iPhone 13 সিরিজ, Apple Watch Series 7, iPad ও iPad mini লঞ্চ করেছে। তবে নতুন ডিভাইস আনার পাশাপাশি, টেক জায়ান্টটি লেটেস্ট আইওএস ও আইপ্যাড অপারেটিং সিস্টেমের উপর থেকেও পর্দা সরিয়েছে। iOS 15 ও iPad OS 15 নামের এই অপারেটিং সিস্টেম সহ এসেছে নতুন আইফোন ও আইপ্যাড মডেলগুলি।

যদিও iPhone 12, iPad Pro সহ পুরানো আইফোন ও আইপ্যাড মডেলেও নতুন ওএস এর আপডেট আসবে বলে জানিয়েছে Apple। আগামী ২০ সেপ্টেম্বর, ২০২১ থেকে নতুন ওএস রোল আউট শুরু হবে। iOS 15 ও iPad OS 15 অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে উন্নত প্রাইভেসি ফিচার। এছাড়া ফেসটাইম ইম্প্রুভ করা হয়েছে। সাথে অফলাইন সিরি সাপোর্ট ও ফটোতে টেক্সট সার্চের সুবিধা পাওয়া যাবে। আসুন কোন কোন আইফোন ও আইপ্যাড মডেলে নতুন ওএস এর আপডেট আসবে দেখে নিই…

iPhone ও iPad এর এই মডেলগুলি পাচ্ছে iOS 15 আপডেট

iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone 6s, iPhone 6s Plus, iPhone SE (1st generation), iPhone SE (2nd generation), iPod Touch (7th generation)

Apple iPad এর এই মডেলগুলিতে আসছে iPad OS 15 আপডেট

iPad Pro 11-inch (2nd generation), iPad Pro 12.9-inch (3rd generation), iPad Pro 11-inch (1st generation), iPad Pro 12.9-inch (2nd generation), iPad Pro 12.9-inch (1st generation), iPad Pro 10.5-inch, iPad Pro 9.7-inch, iPad (8th generation), iPad (7th generation), iPad (6th generation), iPad (5th generation), iPad Mini (5th generation), iPad Mini 4, iPad Air (4th generation), iPad Air (3rd generation), iPad Air 2‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন