কেমন দেখতে হবে সস্তা iPhone SE 2022 5G, সামনে এল নতুন তথ্য

অ্যাপল মিড-রেঞ্জ মার্কেটকে উদ্দেশ্য করে ২০২০ সালে তাদের আইফোন সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির তুলনায় অপেক্ষাকৃত বেশ কম দামেই বাজারে নিয়ে এসেছিল iPhone SE 2020। বলাই বাহুল্য মধ্যবিত্ত ক্রেতাদের কাছে এটি ছিল হাতে চাঁদ পাওয়ার মত ব্যাপার। আর তারপর থেকেই জল্পনা শুরু হয় আইফোন তাদের ‘SE’ সিরিজের আরও একটি নতুন ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে iPhone SE 2022 নামের এই স্মার্টফোনটি আসবে ৫জি কানেক্টিভিটির সঙ্গে। দীর্ঘ কয়েক মাস ধরে এই আসন্ন অ্যাপল ফোনটি নিয়ে একাধিক তথ্য প্রকাশ করেছেন অ্যাপল বিশ্লেষকরা। তারমধ্যে গত বছর জানুয়ারিতে এক অ্যাপল বিশ্লেষক দাবি করেছিলেন, ডিজাইনের দিক থেকে iPhone SE 2022 ফোনটি হবে অনেকটা iPhone 11- এর মত। তবে এখন প্রায় এক বছর পর ওই অ্যাপল বিশ্লেষকই বলেছেন, iPhone SE সিরিজের আসন্ন মডেলটি দেখতে পূর্বসূরীর মতই হবে, তবে এতে থাকবে তুলনামূলক উন্নত স্পেসিফিকেশন।

কেমন দেখতে হবে iPhone SE 2022

স্বল্প পরিচিত অ্যাপল বিশ্লেষক ডিলান (@dylandkt) টুইট করে তার গত বছর জানুয়ারিতে করা মন্তব্য সংশোধন করে পুনরুক্তি করেছেন, আসন্ন আইফোন এসই মডেলটির ডিজাইনের কোনো পরিবর্তন আসবে না। এটি হবে বর্তমান প্রজন্মের আইফোন এসই ২০২০ ফোনেরই আপগ্রেড ভার্সন।

https://twitter.com/dylandkt/status/1479164229567537152

তিনি জানিয়েছে, নতুন iPhone SE ডিজাইনের ক্ষেত্রে বর্তমানে উপলব্ধ মডেলটির মতো হবে। তবে এটি আরও ভাল স্পেসিফিকেশন এবং ৫জি কানেক্টিভিটির সাথে আসবে। ডিলানের বর্তমান দাবি অনুযায়ী, তথাকথিত iPhone SE 2022 দেখতে iPhone 8 ফোনটির মতোই হবে, কেননা পূর্বসূরীর ডিজাইনও এই ফোনটির মতোই ছিল। কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে iPhone SE 2022 ফোনে আপগ্রেড দেখা যাবে। শোনা যাচ্ছে এই আসন্ন স্মার্টফোনটি সম্ভবত টাচ আইডি-এম্বেডেড হোম বাটন যুক্ত সর্বশেষ আইফোন হতে চলেছে।

জানিয়ে রাখি প্রায় এক বছর আগে, এই অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষকই বলেছিলেন যে ২০২২ সালে লঞ্চ হতে চলা iPhone SE মডেলে iPhone 11 ফ্ল্যাগশিপ ফোনটির মত ডিজাইন দেখা যাবে। তবে এর ডিসপ্লেটি iPhone 11-এর ডিসপ্লের তুলনায় ছোট হবে। তিনি এর সাথে যোগ করেছিলেন, আসন্ন iPhone SE 2022 ফোনে iPad Air 4th Generation ট্যাবলেটের মতো পাওয়ার কী-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে। তবে এখন বর্তমান টুইটে তিনি জানাচ্ছেন, এই স্পেসিফিকেশন যুক্ত iPhone SE মডেলটি ২০২২- এর বদলে ২০২৪ সালে আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে জেপি মরগ্যানের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, iPhone SE 2022 তার সাশ্রয়ী দামের ওপর ভিত্তি করে প্রায় ১০০ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীকে অ্যাপলের ইকোসিস্টেমে নিয়ে আসতে সক্ষম হবে।