iPhone SE 4: আসতে চলেছে সবচেয়ে সস্তা আইফোন, থাকবে 48MP ক্যামেরা, দাম ফাঁস

অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ আইফোন ১৬ সিরিজের পাশাপাশি আইফোন এসই ৪ ফোনটির জন্যও প্রস্তুতি নিচ্ছে। এতে পরিবর্তিত ডিজাইন সহ আপগ্রেড করা স্পেসিফিকেশন থাকবে।

Iphone Se 4 Specifications Price Launch Timeline Leak

অ্যাপলের বাজেট-ফ্রেন্ডলি আইফোন এসই লাইনআপটিকে নিয়ে সবসময়ই অনুরাগীদের মধ্যে কৌতূহল থাকে। এই সিরিজের হ্যান্ডসেটগুলি একটি পরিচিত, সামান্য পুরানো ডিজাইনের সাথে শক্তিশালী হার্ডওয়্যার অফার করে। এখনও পর্যন্ত আসন্ন আইফোন এসই ৪ সম্পর্কিত ফাঁস হওয়া তথ্যগুলি বেশ বিভ্রান্তিকর, এর ডিজাইন এবং ক্যামেরা সেটআপ নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট সামনে এসেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার আইফোন এসই ৪ হ্যান্ডসেটের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

আইফোন এসই ৪ ফোনে থাকতে পারে একটিমাত্র রিয়ার ক্যামেরা

চলতি সপ্তাহের শুরুতে, একটি সূত্র মারফৎ জানা গেছে যে আইফোন এসই ৪ ফোনটিতে আসন্ন আইফোন ১৬ সিরিজের মতোই ডিজাইন দেখা যাবে, যার সাথে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি আগের রিপোর্ট এবং ফাঁস হওয়া সিএডি রেন্ডারের বিরোধিতা করে, যা একটিমাত্র রিয়ার ক্যামেরা থাকবে বলে জানিয়েছিল।

এখন টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, আইফোন এসই ৪ ফোনে ৪৮ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা থাকবে। স্ক্রিনটি ৬.০৬ ইঞ্চির হবে, যা আগের প্রজন্মের আইফোন এসই ৩-এর ৪.৭ ইঞ্চির ডিসপ্লে থেকে উল্লেখযোগ্যভাবে বড়। তবে স্ক্রিনে ৬০ হার্টজ রিফ্রেশ রেট থাকতে পারে, যা পুরানো মনে হবে। কেননা বর্তমানে মিড-রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোনগুলি ৯০ হার্টজ বা ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে অফার করে।

ডিভাইসটি অ্যাপলের লেটেস্ট এ১৮ বায়োনিক চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৬ জিবি/৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম যুক্ত থাকবে। এর পাশাপাশি, এতে একটি অনির্দিষ্ট মডেম অন্তর্ভুক্ত থাকবে, যা অ্যাপল বা কোয়ালকম দ্বারা সরবরাহ করা হতে পারে।

টিপস্টার এও বলেছেন যে, আইফোন এসই ৪ মডেলে একটি অ্যালুমিনিয়াম সাইড ফ্রেম অন্তর্ভুক্ত থাকবে। এটি পূর্ববর্তী রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা নির্দেশ দেয় যে ফোনটি পুরোনো এসই মডেলের আইকনিক হোম বাটন এবং মোটা বেজেলগুলিকে বাদ দেবে। এতে বর্তমান আইফোন লাইনআপের অনুরূপ একটি ডিজাইন দেখা যাবে। এছাড়াও ফেস আইডির উল্লেখ রয়েছে, যা তার পূর্বসূরির টাচ আইডি রিপ্লেস করবে।

এতে অবশেষে একটি ইউএসবি-সি পোর্টও থাকবে, যা বর্তমান প্রজন্মের লাইটনিং কানেক্টর বিবেচনা করে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। দাম সম্পর্কে বললে, আইফোন এসই ৪ ফোনের দাম ৪৯৯ ডলার (প্রায় ৪১,৭৪৫ টাকা) থেকে ৫৪৯ ডলার (প্রায় ৪৫,৯৩০ টাকা)-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি আগামী বছরের মার্চ এবং মে মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।