iPhone SE 5G (2022) আজ থেকে আগাম কেনার সুযোগ, দাম কত এবং কি অফার পাওয়া যাবে দেখে নিন

গত ৮ই মার্চ Apple iPhone SE (2020) এর উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করে iPhone SE (2022)। আর আজ অর্থাৎ ১২ই মার্চ ঠিক বিকেল ৬.৩০টা থেকে এই নবাগত আইফোনের প্রি-অর্ডারের কার্যক্রম লাইভ করে দেওয়া হল। আগ্রহীরা, Apple এর অনলাইন স্টোরের মাধ্যমে ফোনটি বুকিং করতে পারবেন। আবার আগামী ১৮ই মার্চ থেকে এই ডিভাইসটি দেশের বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরের মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। এক্ষেত্রে, সংস্থাটি কোনো ডিসকাউন্ট ঘোষণা করেনি। তবে ট্রেড-ইন অফারের অংশ হিসাবে iPhone 8 বা নতুন ভার্সনের আইফোনের বিনিময়ে ৪৬,৭০০ টাকা পর্যন্ত অফ দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, এই নয়া আইফোনের প্রায় যাবতীয় স্পেসিফিকেশন পূর্বসূরির মতোই। তবে, পার্থক্যের মধ্যে উত্তরসূরিটি সংস্থার লেটেস্ট এ১৫ বায়োনিক প্রসেসর এবং 5G কানেক্টিভিটির সাথে এসেছে, যা কিনা গত বছর লঞ্চ হওয়া iPhone 13 সিরিজেও দেখা গেছে। যাইহোক, চলুন এবার iPhone SE 5G 2022 এর দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

iPhone SE 5G 2022 দাম ও অফার

ভারতে iPhone SE 2022 এর দাম শুরু হয়েছে ৪৩,৯০০ টাকা থেকে। এই দাম ফোনটির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অন্যদিকে, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ৪৮,৯০০ টাকা এবং ৫৮,৯০০ টাকা রাখা হয়েছে। এটি তিনটি কালারে এসেছে- মিডনাইট, স্টারলাইট ও (প্রোডাক্ট) রেড। আপনি যদি ডিভাইসটি প্রি-বুকিং করতে আগ্রহী হন, তাহলে প্রথমেই আপনাকে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে (Apple.com) যেতে হবে। তারপর, ‘iPhone SE’ নামাঙ্কিত পেজটি ওপেন করুন। এবার, ‘pricing’ বাটনে ক্লিক করে এটির আগাম অর্ডার করুন।

অফারের কথা বললে,অ্যাপল এখনও তাদের এই লেটেস্ট মডেলটির জন্য কোনো সেল অফার অফার ঘোষণা করেনি। তবে, ট্রেড-ইন অফারের অংশ হিসাবে iPhone 8 বা তার উপরের যেকোনো আইফোন ভার্সনের বিনিময়ে এটি কিনলে সর্বনিম্ন ৯,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৬,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া, যারা অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে আইফোন এসই ৫জি ২০২২ মডেলটি কিনতে চান, তারা সংস্থার অফিসিয়াল সাইট থেকে এক্সচেঞ্জ অ্যামাউন্ট চেক করে নিতে পারেন।

iPhone SE 2022 স্পেসিফিকেশন

আইফোন এসই ২০২২, একটি ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি (৭৫০x১,৩৩৪ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে, যা ৬২৫ নিট পিক ব্রাইটনেস ও ৩২৬ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে। প্রসঙ্গত, প্রায় একই ডিসপ্লে পূর্বসূরী iPhone SE 2020 -তেও ছিল। এছাড়া, ফোনের সামনে ও পিছনে ‘টাফেস্ট গ্লাস’ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে সংস্থার লেটেস্ট এ১৫ বায়োনিক প্রসেসর। এই প্রসেসর, বিদ্যমান iPhone 8 -এর তুলনায় ৮% দ্রুত সিপিইউ পারফরম্যান্স দেবে। এটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

তদুপরি ফটোগ্রাফির জন্য, উক্ত মডেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। অ্যাপলের দাবি অনুযায়ী, এই রিয়ার ক্যামেরা ডিপ ফিউশন প্রযুক্তি সহ এসেছে এবং ৬০ এফপিএস-এ ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে দেবে। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ফ্রন্ট ক্যামেরা থাকছে। এই ফোনটি ৫জি (5G) কানেক্টিভিটির সাথে এসেছে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে টাচ আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই নয়া আইফোনে কত এমএএইচ ব্যাটারি রয়েছে তা জানা যায়নি। তবে এটি কিউআই স্ট্যান্ডার্ড ওয়্যারলেস চার্জিং এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর সারাদিন ব্যাটারি লাইফ দেবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। পরিশেষে, iPhone SE 2022 IP67 রেটিং প্রাপ্ত, তাই জল ও ধুলো রোধী।