মুদিদ্রব্য ঘরে পৌঁছে দিতে Mahindra-র দূষণহীন গাড়ি ব্যবহারের ঘোষণা করল এই সংস্থা

দিল্লির স্টার্টআপ সংস্থা টেরাগো (Terrago Logistics) প্রতিষ্ঠাপর্ব থেকেই পণ্য সরবরাহের জন্য তিন চাকার বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহার করছে। ফলে এতে যেমন দূষণ কম হচ্ছে, তেমনই জ্বালানির উর্দ্ধমুখী খরচ থেকে মিলছে রেহাই। এবার মাহিন্দ্রা গোষ্ঠী (Mahindra Group)-র শাখা মাহিন্দ্রা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড বা এমইএমএল (MEML) সঙ্গে জোট বাঁধার ঘোষণা করল তারা।

টেরাগোর কাছে বর্তমানে ৬৫টি Mahindra Treo Zor ইলেকট্রিক থ্রি-হুইলার রয়েছে। সেগুলি অনলাইনে মুদিখানা, ফলমূল, সবজি-সহ হরেক রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থা বিগ বাস্কেট (Big Basket) এবং আরেক লজিটিক্স সংস্থা পোর্টার (Porter) ব্যবহার করে। নয়া পার্টনারশিপের অধীনে মাহিন্দ্রা তাদের তিন চাকার বৈদ্যুতিক গাড়ি টেরাগোকে যোগান দেবে। যাতে সংস্থাটির দূষণহীন উপায়ে পণ্য সরবরাহ করার লক্ষ্য পূরণ হয়।

যদিও কতগুলি গাড়ি ডেলিভারি করা হবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। উল্লেখ্য, Mahindra Treo Zor ভারতে ২০২০ সালে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল। এটি ৮ কিলোওয়াট শক্তি এবং ৪২ এনএম টর্ক উৎপন্ন করে। সর্বোচ্চ বহনক্ষমতা ৫৫০ কেজি। ব্যাটারি ফুল চার্জ করলে ১২৫ কিমি নিশ্চিন্তে সফর করা যায়‌।

নতুন উদ্যোগ প্রসঙ্গে মাহিন্দ্রা ইলেকট্রিকের সিইও সুমন মিশ্র বলেন, “টেরাগো সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম যারা Mahindra Treo Zor প্রথম ব্যবহার করেছে। আমরা বিশ্বাস করি এই জোট কার্বন নির্গমন কমানোর লক্ষ্য পূরণ করবে। আবার বৈদ্যুতিক যানবাহনের সংখ্যাও বাড়াতে সাহায্য করবে।”

আর টেরাগো লজিস্টিক্সের সহ-প্রতিষ্ঠাতা মোহন রামাস্বামী মন্তব্য করেন, “আমরা গর্বের সঙ্গে বৈদ্যুতিক তিন চাকার গাড়ি Mahindra Treo Zor লাস্ট মাইল ডেলিভারির জন্য গ্রহণ করেছি। এর ফলে শহরাঞ্চলে তরতাজা পরিবেশ বজায় রাখতে পেরেছি। মাহিন্দ্রার সাথে টেরেগোর এই জোট বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর গতি ত্বরান্বিত করবে। এবং দেশে যানবাহন সৃষ্ট দূষণ কমানোর মতো সামাজিক দায়িত্ব পূরণ করতে সহায়তা করবে।”