সবাইকে চমকে দিয়ে iQOO 10 Pro আসছে 200W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে, পেল 3C থেকে অনুমোদন

আইকো চলতি বছরের শুরুতেই তাদের iQOO 9 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি চীনের বাজারে লঞ্চ করে। আর বর্তমানে ব্র্যান্ডটি এই সিরিজের উত্তরসূরি হিসেবে পরবর্তী প্রজন্মের iQOO 10 লাইনআপের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে এবং অপ্রত্যাশিতভাবে, সিরিজটি আগামী ১৯ জুলাই চীনে আত্মপ্রকাশ করতে চলেছে বলেও জানা গেছে৷ গত সপ্তাহেই আইকো নিশ্চিত করেছিল যে, iQOO 10 স্ট্যান্ডার্ড মডেলটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে, যেখানে iQOO 10 Pro হবে প্রথম ফোন, যা ২০০ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আর এবার লঞ্চের আগে, উভয় স্মার্টফোনকেই চীনের 3C (CCC)-এর সাইটে দেখা গেছে। সার্টিফিকেশন সাইট থেকে আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, চলুন দেখে নেওয়া যাক।

iQOO 10 ও iQOO 10 Pro পেল 3C-এর অনুমোদন

V2217A এবং V2218A মডেল নম্বর সহ দুটি নতুন আইকো হ্যান্ডসেট চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে। আর সাম্প্রতিক কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, এই মডেল নম্বরগুলি যথাক্রমে iQOO 10 এবং iQOO 10 Pro হ্যান্ডসেট দুটির সাথে যুক্ত৷ স্ট্যান্ডার্ড মডেলের 3C তালিকাটি প্রকাশ করেছে যে, এটি ১২০ ওয়াট চার্জারের সাথে আসবে।

অন্যদিকে, প্রো মডেলের 3C সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, এটির সাথে V200100L0B0-CN মডেল নম্বর যুক্ত একটি চার্জার থাকবে এবং এই পাওয়ার অ্যাডাপ্টারটি ২০ভি /১০এ (২০০ ওয়াট) চার্জিং গতি অফার করতে পারে।

আইকো ১০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO 10 Pro Expected Specifications)

আইকো ১০ প্রো সম্প্রতি চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এই সাইটের তালিকাটি জানা গেছে যে, ফোনটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যাতে একটি কার্ভড এজ ডিজাইন দেখা যাবে। এই ডিসপ্লেটি কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ ওয়াট রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আইকো ১০ প্রো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক আইকো ইউআই (iQOO UI) কাস্টম স্কিনে রান করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, iQOO 10 Pro মডেলের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১৪.৬ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করবে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। আবার সংস্থার তরফে শেয়ার করা রেন্ডার অনুযায়ী, iQOO 10 Pro একটি ডুয়াল-টোন ডিজাইনের সাথে আসবে। রিয়ার শেলের ওপরের কাচের অংশে ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে, আর বাকি অংশটি লেদার দিয়ে তৈরি করা হবে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 10 Pro ফ্ল্যাগশিপ ফোনে ৪,৫৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২০০ ওয়াট ফাস্ট চার্জিং ছাড়াও, ৬৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে।