iQOO 10, iQOO 10 Pro আজ শক্তিশালী Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ লঞ্চ হচ্ছে, কখন ও কি ফিচারের সাথে জেনে নিন

আইকো আজ (১৯ জুলাই) তাদের পরবর্তী প্রজন্মের iQOO 10 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি হোম মার্কেট চীনে উন্মোচন করতে চলেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত iQOO 10 এবং 10 Pro মডেল দুটি আর কয়েক ঘন্টা পরেই চীনা বাজারে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি এই আসন্ন হ্যান্ডসেটগুলি প্রি-বুকিংয়ের জন্য চীনের রিটেইল ওয়েবসাইট জেডি.কম (JD.com)-এ তালিকাভুক্ত হয়েছে এবং এই সাইটে ফোন দুটির অফিসিয়াল রেন্ডারগুলিও প্রকাশিত হয়েছে। এছাড়াও, ইতিমধ্যেই সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, iQOO 10 এবং iQOO 10 Pro উভয় মডেলই লেটেস্ট Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে। চলুন লঞ্চের আগে এই ডিভাইসগুলি সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য প্রকাশ্যে এসেছে, সেগুলির ওপর থেকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

iQOO 10 সিরিজ কখন চীনে লঞ্চ হবে

আইকো ১০ এবং আইকো ১০ প্রো হ্যান্ডসেটগুলির লঞ্চ ইভেন্টটি আজ চীনে স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়ে বিকেল ৫টা) অনুষ্ঠিত হবে। আইকো ১০ সিরিজের অফিসিয়াল রেন্ডারগুলি ইতিমধ্যেই জেডি.কম (JD.com)-এ দেখা গেছে, কারণ স্মার্টফোনগুলি প্রি-বুকিংয়ের জন্য এই সাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও, আইকো ১০ এবং ১০ প্রো-এর তালিকায় এগুলির মূল্য প্রকাশ করা হয়নি। তবে রেন্ডারগুলি থেকে জানা গেছে যে, আসন্ন স্মার্টফোনগুলি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে বাজারে আসতে পারে।

আইকো ১০ ও ১০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO 10, iQOO 10 Pro Expected Specifications)

iQOO 10 সিরিজটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এই সিরিজের ডিভাইসগুলিতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে, তবে এই মডেলগুলির ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ বিকল্পও অফার করা হতে পারে। ফটোগ্রাফির জন্য, iQOO 10 এবং iQOO 10 Pro-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। এছাড়া রিপোর্ট অনুযায়ী, iQOO 10 সিরিজের উভয় মডেলই ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।