লঞ্চের আগে iQOO 9, iQOO 9 Pro ও iQOO 9 SE ফোনের দাম ফাঁস

চীনা ব্র্যান্ড আইকো ভারতের বাজারে তাদের লেটেস্ট iQOO 9 স্মার্টফোন সিরিজটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি এই লাইনআপের অধীনে iQOO 9 5G, iQOO 9 Pro 5G এবং iQOO 9 SE 5G- এই তিনটি মডেলের ওপর থেকে পর্দা সরানো হতে পারে। তবে সংস্থার তরফে এখনও লঞ্চের তারিখ সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই একটি টেক সাইটের রিপোর্টের মাধ্যমে আসন্ন iQOO 9 সিরিজের স্মার্টফোনের ভারতীয় সংস্করণগুলির কনফিগারেশন ও কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে। আর এখন আবার ওই সাইটেরই আরও একটি নতুন রিপোর্টে ভারতের বাজারে আসন্ন তিনটি স্মার্টফোনের দামগুলিও সামনে আনা হয়েছে। প্রসঙ্গত, গতমাসে চীনে iQOO 9 সিরিজটির উন্মোচন করে সংস্থা। এই সিরিজের অধীনে iQOO 9 5G, iQOO 9 Pro 5G- এই দুটি স্মার্টফোন আত্মপ্রকাশ করলেও, লঞ্চ হয়নি iQOO 9 SE 5G ফোনটি।

ফাঁস হল iQOO 9 সিরিজের মডেলগুলির দাম

প্যাশনেটগিকজ (PassionateGeekz) এর নতুন রিপোর্ট অনুযায়ী, আইকো ৯ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটির দাম হবে ৪৩,০০০ টাকা থেকে ৪৭,০০০ টাকার মধ্যে এবং আইকো ৯ প্রো ৫জি ফোনটির দাম রাখা হবে ৫৫,০০০ টাকা থেকে ৫৮,০০০ টাকার মধ্যে। আবার অন্যদিকে নতুন আইকো ৯ এসই ৫জি ফোনটির দাম ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে হবে৷ এমনকি জনপ্রিয় ইউটিউবার টেকনিক্যাল গুরুজিও দাবি করেছিলেন যে, এই ডিভাইসটির দাম ৩৫,০০০ টাকা থেকে শুরু হবে। আইকো ৯ এসই ৫জি একটি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের পর এটি বাজারে বিদ্যমান ওয়ানপ্লাস ৯আরটি, শাওমি ১১টি প্রো, এবং স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি-এর মত হ্যান্ডসেটগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে৷

প্রসঙ্গত, পূর্বে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ভারতে আসন্ন iQOO 9 5G স্মার্টফোনটি হবে iQOO 8 5G ফোনের রিব্যাজড ভার্সন এবং এই মডেলে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসরটি। এই ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে ভারতে আসতে পারে। iQOO 9 5G ফোনটিকে লেজেন্ড এবং আলফা – এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে বলে জানা গেছে।

অন্যদিকে, iQOO 9 Pro 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট সহ আসবে বলে জানা গেছে। সম্ভবত, এই ফোনটি জানুয়ারি মাসে লঞ্চ হওয়া iQOO 9 Pro 5G ফোনের চীনা সংস্করণের টুইকড ভার্সন হিসেবে এদেশে লঞ্চ হবে। iQOO 9 Pro 5G ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি মেমরি কনফিগারেশনে বাজারে উপলব্ধ হবে এবং লেজেন্ড এবং ডার্ক ক্রুস- এই দুই কালারে আসবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভারতে আসন্ন আইকো স্মার্টফোন সিরিজে অন্তর্ভুক্ত রয়েছে iQOO 9 SE 5G স্মার্টফোনটিও। মনে করা হচ্ছে যে এই মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দ্বারা চালিত iQOO Neo 5s ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে, যেটি চীনে গত বছরের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। এটিও বেস মডেলের মতো ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে এবং স্পেস ফিউশন এবং সানসেট সিয়েরার মতো কালার অপশনে iQOO 9 SE 5G ফোনটি বাজারে উপলব্ধ হবে বলে জানা গেছে।