iQOO 9 ও iQOO 9 Pro এর ব্যাটারি কতটা শক্তিশালী, কত দ্রুত হারেই বা চার্জ হবে, জেনে নিন

২০২২-এর জানুয়ারি মাসের মধ্যেই আইকোর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন iQOO 9 ও iQOO 9 Pro চীনে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। গত সপ্তাহে, এই সিরিজের বেস মডেল অর্থাৎ iQOO 9 এর কয়েকটি স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেই তথ্যবলী প্রকাশের নেপথ্যে থাকা এক চীনা টিপস্টার এবার সমগ্র iQOO 9 সিরিজের ব্যাটারি সাইজ ও চার্জিং স্পিড সম্পর্কিত তথ্য সামনে এনেছেন।

আইকো ৯ ও আইকো ৯ প্রো: ব্যাটারি ও ফাস্ট চার্জিং (iQOO 9 ও iQOO 9 Pro Batttery and Fast Charging)

আইকো ৯ সিরিজে দু’টো মডেল আসবে বলেই খবর – আইকো ৯ ও আইকো ৯ প্রো। টিপস্টার Panda is Blad এর মতে, ফোনগুলির ব্যাটারি ক্যাপাসিটি হবে একইরকম। আইকো ৯ ও আইকো ৯ প্রো ৪,৭০০ এমএএইচ ব্যাটারি সহযোগে আসবে।আবার মডেলগুলি ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সমর্থন নিয়ে আসতে পারে।

উল্লেখ্য, পূর্বে ওই টিপস্টারের পোস্ট থেকে জানা গিয়েছিল, iQOO 9 এর ভিজুয়াল এক্সপেরিয়েন্স উন্নত করতে দ্বিতীয় প্রজন্মের ডিসপ্লে চিপ দেওয়া হতে পারে। এছাড়া এতে ডুয়াল স্পিকার, ডুয়াল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, এবং ডুয়াল প্রেশার সেন্সিটিভ শোল্ডার বাটন থাকতে পারে।

iQOO 9 সিরিজের প্রতিটি ফোনের হিট ডিসিপেশন সিস্টেম উন্নীত করা হবে বলে আশা করা যায়। এই সিরিজে মাইক্রো-গিম্বল পিটিজেড ক্যামেরা উপলব্ধ হতে পারে। যদিও এটি বেস মডেলে নাও দেখা যেতে পারে। এছাড়া, iQOO 9 সিরিজে Snapdragon 8 Gen 1 প্রসেসর ব্যবহার হতে পারে।

প্রসঙ্গত, iQOO 9 সিরিজের আগে সংস্থার আরও একটি ফ্ল্যাগশিপ ফোনের আত্মপ্রকাশ ঘটছে। Snapdragon 888 প্রসেসর দিয়ে iQOO Neo 5s বলে সেই মডেলটি ২০ ডিসেম্বর চীনে লঞ্চ করা হবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ওআইএস-সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে।