iQOO 9 আসছে পাঞ্চ হোল ডিসপ্লের সাথে, লঞ্চের আগে নতুন ছবি প্রকাশ্যে আনল সংস্থা

আইকো তাদের আসন্ন iQOO 9 স্মার্টফোন সিরিজের ওপর থেকে পর্দা সরাবে আগামী বছর ৫ জানুয়ারি। ইতিমধ্যেই সংস্থার তরফে এই সিরিজের বেস মডেলের রিয়ার ডিজাইনটি প্রকাশ্যে আনা হয়েছে। বলাই বাহুল্য এই সিরিজটি iQOO 8- এর উত্তরসূরী হিসেবে বাজারে পা রাখবে। তবে রিয়ার প্যানেলের ডিজাইনের ক্ষেত্রে পূর্বসূরীর থেকে অনেকটাই আলাদা হতে চলেছে নতুন iQOO 9। আর এখন লঞ্চের আগে আইকো আসন্ন ফোনটির আরও কয়েকটি নতুন ছবি প্রকাশ্যে আনল, যেগুলি থেকে এই স্মার্টফোনের সামনের দিকের ডিজাইন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাচ্ছে।

iQOO 9 ফোনের ফ্রন্ট ডিজাইন দেখতে পাওয়া গেল প্রোমোশনাল ছবিতে

ভিভো-র সাব ব্র্যান্ড কতৃক প্রকাশিত ছবিগুলি অনুযায়ী, আইকো ৯ ফোনের সামনে চারধারে সরু বেজেল সহ পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। ডিসপ্লের একদম ওপরে মাঝ বরাবর সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাট আউটটি অবস্থিত। ছবিতে ফোনটিকে পাশ থেকেও দেখা গেছে এবং আইকোর আসন্ন এই ফোনটি যে যথেষ্টই স্লিম হবে তা ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়াও জানা গেছে, আইকো ৯ ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম রকার্সটি দেওয়া হয়েছে ফোনের ডান পাশে।

নতুন ছবিগুলিতে আইকো ৯ ফোনের ব্যাক প্যানেলটিও স্পষ্টভাবে ধরা দিয়েছে। এই ফোনে একটি বড় ক্যামেরা আইল্যান্ড থাকবে, যা হরিজনটাল বা অনুভূমিকভাবে স্থাপন করা হয়েছে। এতে তিনটি ক্যামেরার লেন্স দেখা যাবে। তবে সংস্থার তরফে এখনও ক্যামেরা লেন্সগুলির সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি। তবে ক্যামেরা আইল্যান্ডের ধারের টেক্সট থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে।

এছাড়াও, ফোনটির ব্যাক প্যানেলে সাদা রঙের ওপর পূর্বসূরীর মতো বিএমডব্লিউ (BMW) ব্র্যান্ডেড ভার্টিক্যাল বা উল্লম্ব স্ট্রিপ রয়েছে এবং এই ফোনের একদম নীচে আইকোর লোগোও দেখা যাচ্ছে ।

আইকো ৯ – এর সম্ভাব্য স্পেসিফিকেশন ( iQOO 9 Expected Specifications)

আইকো ৯ ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ ই৫ AMOLED ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের এস৫কেজিএন৫ প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হতে পারে। ইউনিটে ১৩ মেগাপিক্সলের ও ১২ মেগাপিক্সলের আরও দুটি ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে। এছাড়াও ফোনের সামনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

iQOO 9 স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য আইফোনে থাকতে পারে শক্তিশালী ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। এগুলির সাথে iQOO 9 – এর উল্লেখযোগ্য কয়েকটি ফিচার হল – অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর ডুয়েল স্পিকার সেটআপ।