iQOO 9 Series: জানুয়ারিতে লঞ্চ, তার আগেই ফ্ল্যাগশিপ আইকো ৯ সিরিজের ডিসপ্লের খুঁটিনাটি ফাঁস

গতকাল আইকো একসঙ্গে তিনটে স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। যেগুলি হল, iQOO Neo 5s, iQOO Neo 5 SE, এবং iQOO U5। আবার হালে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ২০২২-এর জানুয়ারি মাসে ফ্ল্যাগশিপ iQOO 9 সিরিজের আত্মপ্রকাশ ঘটবে। iQOO 9 লাইনআপের ব্যাটারি ক্যাপাসিটি ও ফাস্ট চার্জিং সম্বন্ধীয় তথ্যবলী ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। এবার iQOO 9 সিরিজের ডিসপ্লের খুঁটিনাটি ফাঁস হল।

আইকো ৯ ডিসপ্লে (iQOO 9 Display)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্টে ইঙ্গিত, আইকো ৮ প্রো-তে ব্যবহৃত একই ডিসপ্লে দেখা যাবে আইকো ৯ প্রো মডেলে। এতে ৬.৭৮ ইঞ্চি কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা কোয়াড এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। অন্য দিকে, বেস মডেল অর্থাৎ আইকো ৯-এ ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ফোনগুলিতে একটি পাঞ্চ-হোল (সেন্টার)-সহ স্যামসাং ই৫ স্ক্রিন ব্যবহার করা হবে।

iQOO 9 ও iQOO 9 Pro উভয় ফোনে ব্যাটারির ক্ষমতা হবে সমান। ফোনগুলি ৪৭০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে পারে। আবার প্রতিটি ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সমর্থন থাকতে পারে।

iQOO 9 সিরিজে আরও উন্নত কুলিং সিস্টেম দেখা যেতে পারে। iQOO 8 Pro মডেলে মাইক্রো-গিম্বল পিটিজেড ক্যামেরা ফিচার ছিল। এতএব, আগামী বছর লঞ্চ হতে চলা iQOO 9 Pro মডেলেও একই ক্যামেরা প্রযুক্তি থাকতে পারে। এছাড়া iQOO 9 সিরিজের ফোনগুলিতে Snapdragon 8 Gen 1 প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট,  দ্বিতীয় প্রজন্মের ডিসপ্লে চিপ, ডুয়াল-প্রেশার সেন্সিটিভ শোল্ডার বাটন, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডুয়াল স্পিকার, ডুয়াল, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে আশা করা যায়।