iQOO 9 Pro, iQOO 9 সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জানুন

iQOO 9 Pro, iQOO 9 আজ একটি ভার্চুয়াল ইভেন্টে চীনে লঞ্চ হল। এর পাশাপাশি ভিভো-র সাব ব্র্যান্ডটি এই ইভেন্টে Android 12 ভিত্তিক OriginOS Ocean কাস্টম স্কিনের উপর থেকেও পর্দা সরিয়েছে। দুটি ফোনই এই কাস্টম ওএস-এ চলবে। এছাড়া iQOO 9 Pro, iQOO 9 এসেছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা ও ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে। আবার বেস মডেলে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস স্যামসাং ই৫ অ্যামোলেড ডিসপ্লে, যেখানে প্রো মডেলে কোয়াড এইচডি প্লাস ই৫ ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আসুন iQOO 9 Pro, iQOO 9 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আইকো ৯, আইকো ৯ প্রো ফোনের দাম ও লভ্যতা (iQOO 9, iQOO 9 Pro Price and Availability)

চীনের বাজারে নতুন আইকো ৯ ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (আনুমানিক ৪৭,০০০ টাকা)। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম+ ৫১২ জিবি স্টোরেজ -এই দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫১,৬০০ টাকা) ও ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,২৪০ টাকা)।

অন্যদিকে, আইকো ৯ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৮,৬০০ টাকা)। এছাড়া ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৪৯৯ ইউয়ান (আনুমানিক ৬৪,৪০০ টাকা) ও ১২ জিবি র‍্যাম+ ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ ইউয়ান (আনুমানিক ৭০,৩০০ টাকা)।

আইকো ৯ স্পেসিফিকেশন, ফিচার (iQOO 9 Specifications, Features)

আইকো ৯ স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০× ২,৪০০ পিক্সেল) স্যামসাং ই৫ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিসপ্লের ভিতরেই এম্বেড করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য আইকো ৯ ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ ১/১.৫৭ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে পাওয়া যাবে ১৬ ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য iQOO 9 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ বাজারে এসেছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 9 ফোনে দেওয়া হয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।

আইকো ৯ প্রো স্পেসিফিকেশন, ফিচার (iQOO 9 Pro Specifications, Features)

আইকো ৯ প্রো ফোনে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির কোয়াড-এইচডি+ (৩,২০০× ১,৪৪০ পিক্সেল) স্যামসাং ই৫ ১০-বিট এলটিপিও ২.০ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ।ফটোগ্রাফির জন্য আইকো ৯ প্রো ফোনেও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে মিলবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৫০ ফিল্ড-অফ-ভিউ যুক্ত ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১৬ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা।

iQOO 9 Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ চীনের বাজারে পা রেখেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ‘Pro’ মডেলটিতেও দেওয়া হয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।