iQOO 9, ও iQOO 9 Pro-এর সেল শুরু আজ থেকে, পাবেন ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

গত ২৩শে ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজনের মাধ্যমে iQOO 9 স্মার্টফোন সিরিজকে লঞ্চ করা হয়েছিল ভারতে। এই সিরিজের অধীনে মোট তিনটি স্মার্টফোন এসেছে – iQOO 9, iQOO 9 Pro ও iQOO 9 SE। যার মধ্যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল তথা iQOO 9 এবং iQOO 9 Pro লঞ্চের দিন থেকেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। আর, আজ অর্থাৎ সিরিজটির আত্মপ্রকাশের পুরো এক সপ্তাহ পর, উক্ত মডেল-দ্বয়কে ই-কমার্স সাইট অ্যামাজনের (Amazon) মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। প্রসঙ্গত, iQOO 9 SE -এর জন্য প্রি-অর্ডারের কার্যক্রমও আজ থেকেই শুরু হয়েছে। তবে, এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র সিরিজ অন্তর্গত ভ্যানিলা ও টপ-এন্ড মডেলের দাম, ফিচার ও লঞ্চ অফার প্রসঙ্গেই আলোচনা করবো। আসুন তাহলে 5G কানেক্টিভিটির সাথে আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, iQOO 9, iQOO 9 Pro সম্পর্কিত যাবতীয় তথ্যাদি বিশদে জেনে নেওয়া যাক এবার।

iQOO 9, iQOO 9 Pro স্মার্টফোন দাম ও লঞ্চ অফার

আইকো ৯ এবং আইকো ৯ প্রো, উভয় স্মার্টফোনই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে, স্ট্যান্ডার্ড মডেলের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৪২,৯৯০ টাকা ধার্য করা হয়েছে। আর, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৪৬,৯৯০ টাকা। সেল অফার হিসেবে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে আইকো ৯ কিনলে ৪,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

অপরপক্ষে, আইকো ৯ প্রো স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৪,৯৯০ টাকা এবং ৬৯,৯৯০ টাকা রাখা হয়েছে। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে আইকো ৯ প্রো ফোনটি কিনলে পুরো ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে।

এছাড়াও, পুরোনো মোবাইলের পরিবর্তে, আইকো ৯ এবং আইকো ৯ প্রো স্মার্টফোন খরিদ্দারীর ক্ষেত্রে যথাক্রমে ৩,০০০ টাকা এবং ৪,০০০ টাকার বাম্প-আপ এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হবে। একই সাথে, ক্রেতারা ৬ মাসের বৈধতা যুক্ত স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারের লাভ বিনামূল্যে ওঠাতে পারবেন। তবে, এই অফার শুধুমাত্র অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্যই প্রযোজ্য।

iQOO 9, iQOO 9 Pro স্মার্টফোন স্পেসিফিকেশন ও ফিচার

সিরিজের স্ট্যান্ডার্ড মডেল আইকো ৯ -এ, একটি ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। অন্যদিকে, প্রো মডেলে দেওয়া হয়েছে একটি ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ১,৫০০ নিট পিক।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, আইকো ৯ ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং প্রো ভ্যারিয়েন্টে থাকছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। উভয় মডেলই ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। এছাড়া, অপারেটিং সিস্টেম হিসাবে এই সিরিজে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিন পাওয়া যাবে।

এবার আসা যাক ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে। আইকো ৯ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১৩ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর। একই ভাবে, আইকো ৯ প্রো হ্যান্ডসেটের ব্যাক প্যানেলেও তিনটি সেন্সর লক্ষণীয়। যদিও সেন্সরগুলির রেজোলিউশন স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় ভিন্ন থাকছে। যেমন, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১৬ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে প্রো ভ্যারিয়েন্টে। দুটি ফোনের সামনেই ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত।

পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 9 ফোনে ৪,৩৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। আর, iQOO 9 Pro -তে, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।