iQOO 9 5G, iQOO 9 Pro 5G ও iQOO 9 SE 5G আজ ভারতে আসছে, জেনে নিন দাম ও ফিচার

iQOO 9 5G সিরিজ আজ ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে এই সিরিজের তিনটি ফোনের উপর থেকে পর্দা সরানো হতে পারে – iQOO 9 5G, iQOO 9 Pro 5G ও iQOO 9 SE 5G। এরমধ্যে প্রথম দুটি ফোন ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। আগ্রহীরা লঞ্চ ইভেন্টটি দুপুর বারোটা থেকে কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে দেখতে পারবেন। লঞ্চের পর ফোনগুলি ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে কেনা যাবে।

iQOO 9 5G, iQOO 9 Pro 5G ও iQOO 9 SE 5G ফোনের সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, ভারতে আইকো ৯ ৫জি ফোনের দাম রাখা হবে ৪৩,০০০ টাকা থেকে ৪৭,০০০ টাকার মধ্যে। আবার আইকো ৯ প্রো ৫জি ফোনটির দাম রাখা হবে ৫৫,০০০ টাকা থেকে ৫৮,০০০ টাকার মধ্যে। অন্যদিকে আইকো ৯ এসই ৫জি ফোনটি পাওয়া যাবে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে।

iQOO 9 5G, iQOO 9 Pro 5G ও iQOO 9 SE 5G সম্পর্কে কি জানা গেছে

জল্পনা রয়েছে, ভারতে আসন্ন iQOO 9 5G স্মার্টফোনটি হবে iQOO 8 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন এবং এই মডেলে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসরটি। এই ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে ভারতে আসতে পারে। iQOO 9 5G ফোনটিকে লেজেন্ড এবং আলফা – এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে বলে জানা গেছে।

আবার iQOO 9 Pro 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট সহ আসবে বলে জানা গেছে। এই ফোনটি জানুয়ারি মাসে লঞ্চ হওয়া iQOO 9 Pro 5G ফোনের চীনা সংস্করণের টুইকড ভার্সন হিসেবে এদেশে লঞ্চ হবে। iQOO 9 Pro 5G ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি মেমরি কনফিগারেশনে বাজারে উপলব্ধ হবে এবং লেজেন্ড এবং ডার্ক ক্রুস- এই দুই কালারে আসবে বলে জানা গেছে।

অন্যদিকে ভারতে আসন্ন আইকো স্মার্টফোন সিরিজে অন্তর্ভুক্ত রয়েছে iQOO 9 SE 5G স্মার্টফোনটিও। মনে করা হচ্ছে যে এই মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দ্বারা চালিত iQOO Neo 5s ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে, যেটি চীনে গত বছরের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। এটিও বেস মডেলের মতো ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে এবং স্পেস ফিউশন এবং সানসেট সিয়েরার মতো কালার অপশনে iQOO 9 SE 5G ফোনটি বাজারে উপলব্ধ হবে বলে জানা গেছে।