iQOO 9 SE আগামীকাল ৩,০০০ টাকা ছাড়ে কেনার বিরাট সুযোগ, ৬ মাসের মধ্যে স্ক্রিন ভেঙে গেলেও নো চিন্তা

চীনা ব্র্যান্ড আইকো সম্প্রতি ভারতীয় বাজারে iQOO 9 সিরিজের ডিভাইসগুলি লঞ্চ করেছে। এই সিরিজের অন্তর্ভুক্ত iQOO 9 এবং iQOO 9 Pro মডেল দুটি ইতিমধ্যেই এদেশে কেনার জন্য উপলব্ধ হয়েছে। তবে, এই লাইনআপের সবচেয়ে সাশ্রয়ী iQOO 9 SE মডেলটির বিক্রি আগামীকাল থেকে শুরু হবে। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 888 প্রসেসর এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ বাজারে পা রেখেছে। আসুন ভারতে iQOO 9 SE- এর দাম, লঞ্চ অফার, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে আইকো ৯ এসই- এর মূল্য এবং লঞ্চ অফারগুলি (iQOO 9 SE Price in India and Launch Offers)

আইকো ৯ এসই মডেলটি দুটি মেমরি ও স্টোরেজ কনফিগারেশনে ভারতের বাজারে এসেছে। স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৩৩,৯৯০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। এই মডেলটি আগামীকাল দুপুর ১২ টা থেকে শুধুমাত্র ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমেই আগ্রহী ক্রেতাদের জন্য উপলব্ধ হবে এবং তারা এই ফোনটি সানসেট সিয়েরা এবং স্পেস ফিউশন- এই দুই কালার অপশনে বেছে নিতে পারবেন।

জানিয়ে রাখি, আইকো ব্র্যান্ডটি বর্তমানে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের সাথে অংশীদারিত্ব করছে, ফলে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে আইকো ৯ এসই (উভয় ভ্যারিয়েন্ট) ফোনটি কিনলে দামের উপর সরাসরি ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে বলে জানা গেছে৷ এর পাশাপাশি আইকো ৯ এসই ফোনের ক্রেতারা আইকো প্রিমিয়াম সার্ভিস প্রোগ্রামের জন্য যোগ্য হবেন, যা তাদের দুর্ঘটনাজনিত এবং লিকুইড ড্যামেজ থেকে সুরক্ষার জন্য পরিষেবা প্রদান করবে। এছাড়াও, ব্যবহারকারীরা এই প্রোগ্রামের অধীনে পরিষেবা কেন্দ্র থেকে বিনামূল্যে স্ক্রিন প্রটেক্টর এবং কভার পেতে পারেন।

এছাড়া আইকো, ৩,০০০ টাকার বাম্প-আপ এক্সচেঞ্জ মূল্যও অফার করছে৷ বর্তমান আইকোর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য, ১০,০০০ টাকা পর্যন্ত বাম্প-আপ এক্সচেঞ্জ বোনাস রয়েছে৷ এর পাশাপাশি অ্যামাজন প্রাইম মেম্বাররা ৬ মাসের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট করার সুযোগ পাবেন।

আইকো ৯ এসই- এর স্পেসিফিকেশন এবং ফিচার।(iQOO 9 SE Specifications and Features)

আইকো ৯ এসই ফোনে রয়েছে ৬. ৬২ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০+(HDR10+)- এই ফিচারগুলি অফার করে। এছাড়া, নিরাপত্তার জন্য এই হ্যান্ডসেটটির ডিসপ্লে প্যানেলের নীচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

iQOO 9 SE হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এবং এর সাথে গ্রাফিক্সের জন্য এতে উপস্থিত রয়েছে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ (Adreno 660 GPU)। এই আইকো ফোনে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে। অন্যান্য iQOO 9 সিরিজের ডিভাইসের মতো, iQOO 9 SE-ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, iQOO 9 SE- এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ সেন্সর, ১২০ ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের মোনো সেন্সর উপস্থিত রয়েছে৷ এছাড়া, ফোনের সামনে পাঞ্চ-হোল নচের ভিতরে সেলফি এবং ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 9 SE ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে এবং এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবশেষে, এই আইকো ফোনটির পরিমাপ ১৬৩.২২×৭৬.৫x ৮.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯৭ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago