সুখবর! বছরের শুরুতেই iQOO 9 সিরিজ ভারতে আসছে, থাকবে Snapdragon 8 Gen 1 প্রসেসর

গত অগস্টে চীনে লঞ্চ হয়েছিল ফ্ল্যাগশিপ iQOO 8 সিরিজ৷ এবার তার আপগ্রেড ভার্সন iQOO 9 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনের উপর কাজ শুরু করেছে আইকো। একটি রিপোর্ট থেকে সম্প্রতি জানা গিয়েছিল iQOO 9 সিরিজ ২০২২-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হতে পারে। এখন একজন চীনা টিপস্টার দাবি করেছে, iQOO 9 জানুয়ারি মাসে চীনে আত্মপ্রকাশ করবে।

ওই টিপস্টার জানিয়েছে, ২০২২-এর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে iQOO 9 সিরিজের ফোন লঞ্চ করা হবে। যদিও ফোনগুলি কেমন স্পেসিফিকেশন সহযোগে আসবে, তা প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, গত অগস্টে Snapdragon 888 এবং Snapdragon 888+ প্রসেসর দিয়ে iQOO 8 ও iQOO 8 Pro যাত্রা শুরু করেছিল। এর ফলে iQOO 9 ও iQOO 9 Pro মডেলে আলাদা চিপসেট দেওয়া হতে পারে।

আইকো ইতিমধ্যেই নিশ্চিত করেছে, তারা Snapdragon 8 Gen 1 প্রসেসর দিয়ে একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে। এতএব, এটি iQOO 9 Pro মডেলে ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে। আবার বেস ভ্যারিয়েন্টে দেখা যেতে পারে Snapdragon 888 বা Dimensity 1200 প্রসেসর। প্রথমে চীন এবং তারপর iQOO 9 সিরিজ এ দেশে আসবে বলে খবর৷ এর হাই-এন্ড ভ্যারিয়েন্ট ১২০ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, আইকো কিছু না বললেও বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, চলতি মাসেই iQOO Neo 6 ও iQOO Neo 6 SE লঞ্চ করা হতে পারে। SE ভার্সনে Snapdragon 778G প্রসেসর থাকবে। অন্য দিকে, বেস মডেলে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল (Sony IMX598) প্রাইমারি ক্যামেরা, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ডুয়াল স্পিকার, এবং একটি লিনিয়ার মোটর থাকতে পারে।