50MP Samsung GN5 ক্যামেরা ও 150 ডিগ্রি আল্ট্রাওয়াইড লেন্স সহ আসবে iQOO 9 সিরিজ

আগামী ৬ জানুয়ারি চীনে iQOO 9 ও iQOO 9 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। বিভিন্ন রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছিল, iQOO 9 সিরিজে ৫০ মেগাপিক্সেল Samsung GN5 প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। জল্পনা সত্যি করে আজ আইকোর তরফে নিশ্চিত করা হয়েছে যে, iQOO 9 সিরিজের হাত ধরেই স্মার্টফোন ক্যামেরায় Samsung GN5 লেন্সের আত্মপ্রকাশ ঘটবে।

ক্যামেরা লেন্সটির একটি পোস্টারে ৫০ মেগাপিক্সেল GN5 এবং ‘গিম্বল স্টেবিলাইজেশন’ কথাটি উল্লেখ করা হয়েছে। পোস্টারে আরও বলা হয়েছে মাইক্রো PTZ 2.0-এর সঙ্গে আসবে iQOO 9 Pro। আবার একটি টিজার ভিডিয়ো অনুযায়ী, এতে আল্ট্রাওয়াইড লেন্স থাকবে, যা ১৫০ ডিগ্রি FOV অফার করবে।

উল্লেখ্য, সূত্রের খবর, iQOO 9 Pro-এর ৫০ মেগাপিক্সেল Samsung GN5 প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রাওয়াইড লেন্স, এবং ওআইএস এবং ২x জুম-সহ ১৬ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। অন্য দিকে, iQOO 9-এ ৫০ মেগাপিক্সেল Samsung GN5 প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে।

Snapdragon 8 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে iQOO 9 ও iQOO 9 Pro। প্রো ভ্যারিয়েন্টে ৬.৭৮ ইঞ্চি কার্ভড এজ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে থাকতে পারে, যা কোয়াড এইচডি রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার বেস মডেলে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া আইকো ৯ সিরিজে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।