iQOO 9T 5G: গর্জিয়াস লুক, লঞ্চের আগে আইকো ৯টি ৫জি ফোনের ব্ল্যাক ভ্যারিয়েন্ট প্রকাশ্যে

চলতি বছরের শুরুর দিকে স্মার্টফোন ব্র্যান্ড আইকো ভারতের বাজারে উন্মোচন করে তাদের iQOO 9 ফ্ল্যাগশিপ সিরিজটি। এদেশের ক্রেতাদের, বিশেষত মোবাইল গেমার মধ্যে এই লাইনআপে অন্তর্ভুক্ত iQOO 9, 9 Pro এবং 9 SE মডেল তিনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আর ভারতের বাজারে সিরিজটির এইরূপ সাফল্য অর্জনের পর বর্তমানে আইকো এই লাইনআপে আরও একটি নতুন মডেল সংযোজন করতে চলেছে। এই আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটি iQOO 9T 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে এবং ইতিমধ্যেই সংস্থা ভারতে ফোনটির জন্য প্রচার করতেও শুরু করেছে৷ এই মাসের শেষের দিকে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি আইকোর ভারতীয় শাখার ওয়েবসাইটে iQOO 9T 5G ল্যান্ডিং পেজও লাইভ হয়েছে, যা এর হোয়াইট কালার ভ্যারিয়েন্টের ডিজাইনটি প্রদর্শন করেছে। এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon India)-এও এর মাইক্রোসাইটটি উপলব্ধ রয়েছে। এখন আবার ব্র্যান্ডের তরফে প্রকাশ করা একটি নতুন টিজারে iQOO 9T-এর ব্ল্যাক ভ্যারিয়েন্টের ফার্স্ট লুকটিও সামনে এল।

iQOO 9T 5G-এর কালো বিকল্পটির ডিজাইন এল প্রকাশ্যে

আইকো ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে আইকো ৯টি ৫জি ফোনের একটি নতুন টিজার প্রকাশ করা হয়েছে, যেখান সাদা বিকল্পটির পাশাপাশি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটিকেও দেখা গেছে।

টিজার অনুযায়ী, আসন্ন আইকো ফোনটির কালো মডেলের ব্যাক প্যানেলের ওপরের অংশে চকচকে এবং টেক্সচারযুক্ত ফিনিশ থাকবে। এর ক্যামেরা মডিউলের পাশে “ভিভো ভি১+” ব্র্যান্ডিংটি দেখা যাবে। আর অবশিষ্ট ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিশের হবে। ফোনের ওপরের অংশে একটি মাইক্রোফোন এবং অন্য আরেকটি হোল উপস্থিত থাকবে, যার মধ্যে একটি আইআর (IR) ব্লাস্টারকে হাউজ করা হবে বলে মনে করে হচ্ছে।

এছাড়া, আইকো ৯টি ৫জি-এর নীচের অংশে একটি স্পিকার গ্রিল, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি সিম কার্ড স্লট অবস্থান করবে। আর ফোনের ডান পাশে একটি ভলিউম রকার এবং একটি পাওয়ার বাটন এম্বেড করা থাকতে পারে। ডিভাইসটি একটি ধাতব ফ্রেম দ্বারা সজ্জিত হবে। যদিও, আইকোর তরফে ফোনটির স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে যে এটি আগামীকাল (১৯ জুলাই) চীনে লঞ্চ হতে চলা আইকো ১০-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে।

উল্লেখ্য, এর আগে রিপোর্ট ও সূত্র থেকে জানা গেছে যে, iQOO 9T 5G ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি / ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, এই আসন্ন আইকো ফোনে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, হ্যান্ডসেটটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকাপের জন্য, iQOO 9T 5G-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।