iQOO 9T 5G ভারতে লঞ্চ হচ্ছে ২৮ জুন, দমদার ফিচারের এই ফোনের দাম জেনে নিন

iQOO 9T 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে সম্প্রতি নিশ্চিত করেছে iQOO। যদিও এই মডেলের লঞ্চের তারিখ এতদিন ঘোষণা করেনি Vivo -এর এই সাব-ব্র্যান্ডটি। কিন্তু সংস্থার তরফ থেকে কোনো উচ্চবাচ্য শোনা না গেলেও, এক জনপ্রিয় লিকস্টারের মাধ্যমে হ্যান্ডসেটটির আগমনের সময়কাল প্রকাশ্যে এসে গেছে। জানা যাচ্ছে, এই আপকামিং 5G স্মার্টফোনটি আগামী ২৮শে জুলাই ভারতে আত্মপ্রকাশ হবে। লঞ্চের তারিখের পাশাপাশি আলোচ্য মডেলের দামের বিশদ এবং সম্ভাব্য কালার বিকল্পের তথ্যও ফাঁস করা হয়েছে। আবার iQOO 9T 5G ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

iQOO 9T 5G স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস করলো টিপস্টার

জনপ্রিয় টিপস্টার পারাশ গুগলানি (Paras Guglani) সম্প্রতি টুইটারে আসন্ন আইকো ৯টি ৫জি স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ, দামের বিশদ এবং কালার বিকল্প সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন৷ লিক অনুসারে, উক্ত হ্যান্ডসেটটি ৫৫,০০০ টাকা প্রারম্ভিক প্রাইজ ট্যাগের সাথে আগামী ২৮শে জুলাই এদেশে পা রাখতে চলেছে। আর, ২রা আগস্ট থেকে ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং আইকো ইন্ডিয়া ই-স্টোরে এই ফোনের সেল শুরু হবে। এছাড়া টিপস্টারের দাবি, আইকোর এই লেটেস্ট মডেলটি আলফা এবং লিজেন্ড কালার অপশনে আসবে।

প্রসঙ্গত, অ্যামাজন ইন্ডিয়া বর্তমানে লঞ্চের তারিখ উল্লেখ না করেই ভারতে আইকো ৯টি ৫জি স্মার্টফোনের আগমন টিজ করছে। এক্ষেত্রে ল্যান্ডিং পেজের লিস্টিং অনুসারে, এই ৫জি ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে। এটিকে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি Samsung E5 AMOLED ডিসপ্লে এবং ৪০এক্স ডিজিটাল জুম সমর্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ টিজ করা হয়েছে। হ্যান্ডসেটটি ভিভোর নিজেস্ব ভি১+ (V1+) ইমেজিং চিপের সাথে আসবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসে ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জিং সমর্থিত ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিও দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল চীনে লঞ্চ হওয়া iQOO 10 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আইকো ৯টি ৫জি আসতে পারে। এই গুজব যদি সত্যি হয়ে থাকে, তাহলে আসন্ন ফোনের স্পেসিফিকেশন বিদ্যমান মডেলটির অনুরূপ হওয়ার সম্ভাবনা আছে। আসুন সদ্য ঘোষিত iQOO 10 মডেলের ফিচার-তালিকা দেখে নেওয়া যাক।

আইকো ১০ স্পেসিফিকেশন (iQOO 10 Specifications)

আইকো ১০ ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। এতে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ বর্তমান। আর নিরাপত্তার জন্য থাকছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ফটোগ্রাফির জন্য, আইকো আনীত এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল জিএন৫ ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো শুটার। এই রিয়ার ক্যামেরা ২০এক্স পর্যন্ত ডিজিট্যাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 10 ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।