Earn Money: মোবাইলে গেম খেলে আয় করুন ১০ লক্ষ টাকা, iQOO দিচ্ছে লাখপতি হওয়ার সুযোগ

স্মার্টফোন ব্র্যান্ড iQOO একজন চিফ গেমিং অফিসার (CGO) নিযুক্ত করতে চলেছে

মোবাইলে গেম খেললে বা বিভিন্ন গেমারদের সাথে কথা বললে মিলবে লক্ষাধিক টাকা। আজ্ঞে হ্যাঁ! তরুণ গেমারদের জন্য এমনই সুযোগ নিয়ে হাজির হল স্মার্টফোন ব্র্যান্ড iQOO। কোম্পানিটি একজন চিফ গেমিং অফিসার (CGO) নিযুক্ত করতে চলেছে। যার কাজ হবে মোবাইল গেমিং এবং eSports অভিজ্ঞতা তৈরি করতে iQOO-এর নেতৃদলকে সহযোগিতা করা। এই কাজের জন্য নির্বাচিত ব্যক্তি পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা। কোম্পানিটি ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞাপন দিয়েছে। আসুন কারা চিফ গেমিং অফিসার তবে নিযুক্ত হতে পারবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন, জেনে নেওয়া যাক।

Genz Gamer-দের স্বীকৃতি দিতে চাইছে iQOO

iQOO ইন্ডিয়া ঘোষণা করেছে যে, নির্বাচিত প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে, আর সে iQOO ছাড়াও দেশব্যাপী বিখ্যাত গেমার এবং গেমার সম্প্রদায়ের সাথে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবে। পাশাপাশি দেশের অন্যান্য গেমারদের জন্য একটি অভিনব স্মার্টফোন প্যাকেজ তৈরি করতেও সাহায্য করবে।

রেজিস্ট্রেশনের সময়সীমা

আগ্রহী ব্যক্তিরা iQOO-এর অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে ৩০ মে, ২০২৩ থেকে ১১জুন, ২০২৩ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে।

তবে এটা মনে রাখা দরকার যে, iQOO-তে CGO হিসেবে অংশগ্রহণ করা, কোনো কর্মসংস্থানের সুযোগ নয়, এটা শুধুমাত্র একটি বিপণন ও প্রচারমূলক উদ্যোগ। তাই এখানে রেজিস্ট্রেশন করার আগে এই প্রতিযোগিতার শর্তাবলীগুলি ভালো করে পড়ে নেওয়া দরকার।