iQOO Neo 5s লঞ্চ হচ্ছে 20 ডিসেম্বর, বছরের শেষলগ্নে আইকোর নয়া ফ্ল্যাগশিপ ফোন উপহার

একটি 5G স্মার্টফোন লঞ্চ করে ২০২১ সালকে বিদায় জানাতে চলেছে iQOO। সাম্প্রতিক কালে চর্চায় থাকা iQOO Neo 5s এর লঞ্চের দিনক্ষণ ঘোষণা করে জল্পনার অবসান ঘটাল তারা। আইকোর তরফে জানানো হয়েছে, iQOO Neo 5s আগামী ২০ ডিসেম্বর চীনে আত্মপ্রকাশ করবে। একটি টিজার ছবি শেয়ার করে সেই ফোনের একটি ফিচার সম্পর্কে ধারণা দিয়েছে তারা।

আইকো বলেছে, iQOO Neo 5s নতুন Origin OS Ocean ইউজার ইন্টারফেসের সঙ্গে আসবে। এতে নতুন লক স্ক্রিন ডিজাইন, লাইভ ওয়ালপেপার, ন্যানো নোটিফিকেশন, ন্যানো মিউজিক প্লেয়ার-সহ নানা ইউআইতে নানা পরিবর্তন দেখতে পাবেন ব্যবহারকারীরা।

এছাড়া এক চীনা টিপস্টার iQOO Neo 5s এর ফ্রন্ট প্যানেলের ছবি ফাঁস করেছিল। তাতে, ফোনের সামনে একটি পাঞ্চ-হোল (সেন্টার) যুক্ত ডিসপ্লে দেখা গিয়েছিল। লিক হওয়া আরও একটি ছবি অনুযায়ী, ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 888 প্রসেসর ব্যবহার করা হবে এই ফোনে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে iQOO Neo 5s।

আইকো নিও ৫এস স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (iQOO Neo 5s Expected Specifications)

আইকো নিও ৫এস ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ওআইএস-সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে বলে আশা করা হচ্ছে।