iQOO Neo 5S ও iQOO Neo 6 SE চলতি মাসেই বাজারে আসছে, বিশেষত্ব জেনে নিন

সব ঠিক থাকলে iQOO তাদের নতুন দুই ফ্ল্যাগশিপ ও মিডরেঞ্জ স্মার্টফোন চীনে লঞ্চ করবে নভেম্বর শেষ হওয়ার আগেই। iQOO-র তরফে এখনও ফোনগুলির নামধাম বা স্পেসিফিকেশন সম্বন্ধীয় কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি। তবে সূত্রের খবর, iQOO Neo 5s ফ্ল্যাগশিপ সেগমেন্টে এবং iQOO Neo 6 SE মিড-রেঞ্জে আসতে চলেছে। জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ইঙ্গিত, iQOO-র নতুন Neo মডেলগুলি খুব শীঘ্রই লঞ্চ হওয়ার পথে। এর ফলে ধরে নেওয়া যায়, iQOO Neo 5s এবং iQOO Neo 6 SE-এর চলতি মাসেই আত্মপ্রকাশ ঘটছে।

iQOO Neo 5s স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আইকো নিও ৫এস স্মার্টফোনে ৬.৫৬ ইঞ্চি কার্ভড এজ স্ক্রিন এবং একটি বিশেষ ডিসপ্লে ইঞ্জিন থাকতে পারে। এর স্ক্রিন ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের সমর্থন নিতে পারে। এতে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দেওয়া হবে। ডিভাইসটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে।

এছাড়া iQOO Neo 5s ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, লিনিয়ার মোটর, ডুয়েল স্পিকার, ওআইএস-সহ ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৯৮ প্রাইমারি রিয়ার ক্যামেরা, হিট ডিসিপিশেন সিস্টেম থাকবে বলে আশা করা যায়।

iQOO Neo 6 SE স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

চীনের 3C কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়া V2157A মডেল নম্বরের ফোনটিই iQOO Neo 6 SE বলে মনে করা হচ্ছে। এর ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এই ফোনে ব্যবহার করা হতে পারে।

এছাড়া আইকো নিও ৬ এসই-র বাকি স্পেসিফিকেশন ও ফিচারগুলির সম্পর্কে কিছু জানা যায়নি।