বেশি মেমোরি দরকার! iQoo Neo 6 আসছে ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ, ফাঁস হল রেন্ডার

আইকো শীঘ্রই বাজারে তাদের নতুন স্মার্টফোন, iQoo Neo 6 লঞ্চ করার পরিকল্পনা করছে। সম্প্রতি হ্যান্ডসেটটি গুগল প্লে কনসোল (Google Play Console) এবং গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এছাড়া পূর্বে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে যে, এই ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ আগামী এপ্রিল মাসে চীনের বাজারে পা রাখবে। আর এবার অনলাইনে iQoo Neo 6-এর রেন্ডারগুলি প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ডিভাইসটির কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কীত তথ্যও ফাঁস হয়েছে। জানা গেছে, ডিভাইসটি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ আসবে এবং এতে একটি বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউলও থাকবে। আসুন iQoo Neo 6 ফোনটির সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল আসন্ন iQoo Neo 6- এর রেন্ডার, কালার অপশন ও মেমরি কনফিগারেশন

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো (Weibo)- এর একটি পোস্ট থেকে আইকো নিও ৬-এর সামনের প্যানেলের ছবিটি সামনে এসেছে। আবার অপর একটি পোস্টে এই ফোনের ব্যাক প্যানেলের ছবিটি শেয়ার করা হয়েছে। রেন্ডার অনুযায়ী, এই নতুন আইকো ফোনটির ডিসপ্লের উপরিভাগে মধ্যবর্তী স্থানে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে এবং এর ব্যাক প্যানেলে একটি এলিডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। রিয়ার প্যানেলে একটি প্যাটার্ন থাকবে এবং আইকোর ব্র্যান্ডিংটি ফোনের নীচের অর্ধাংশে দেখতে পাওয়া যাবে।

অন্যদিকে, একটি পৃথক ওয়েইবো পোস্ট প্রকাশ করেছে যে, আইকো নিও ৬ ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সহ একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। আবার, এই ডিভাইসটি ব্ল্যাক, ব্লু, গ্রে এবং অরেঞ্জ- এর মত কালার অপশনে বাজারে পা রাখতে পারে।

আইকো নিও ৬- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQoo Neo 6 Expected Specifications)

এর আগে সূত্র মারফৎ সামনে এসেছে যে, আইকো নিও ৬ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ই৪ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে একটি হিট ডিসিপেশন সিস্টেম পাওয়া যাবে।

পাওয়ায় ব্যাকআপের জন্য, iQoo Neo 6 ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ফোনের গুগল প্লে কনসোল লিস্টিংটি ইঙ্গিত দিয়েছে যে, ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) বা ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) কাস্টম স্কিনে রান করতে পারে।