6 মে লঞ্চ হচ্ছে iQOO Neo 6 SE, Snapdragon 870 প্রসেসর সহ থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা

আইকো আগামী ৬ মে চীনের বাজারে iQOO Neo 6 SE স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। ফোনটি এখন হোম মার্কেটে প্রি-অর্ডারের জন্য তালিকাভুক্ত রয়েছে। ব্র্যান্ডটি বর্তমানে বিভিন্ন প্রোমোশনাল টিজারের মাধ্যমে ধীরে ধীরে আসন্ন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন এবং প্রধান ফিচারগুলি প্রকাশ করছে। জল্পনা ছিল এই ফোনটি গতমাসে চীনে লঞ্চ হওয়া iQOO Neo 6 এর অনুরূপ হতে চলেছে। তবে সম্প্রতি এক পরিচিত টিপস্টার আসন্ন iQOO Neo6 SE- এর সমস্ত প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন, যা দেখে বলা যায় এটি Neo 6 এর থেকে আলাদা। চলুন লঞ্চের আগে এই আপকামিং আইকো স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

আইকো নিও৬ এসই-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO Neo 6 SE Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার আসন্ন আইকো নিও ৬ এসই-এর প্রধান স্পেসিফিকেশনগুলি লঞ্চের আগেই ফাঁস করেছেন। টিপস্টারের দাবি অনুযায়ী, এই হ্যান্ডসেটে ৬.৬২ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন থাকবে যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি অ্যামোলেড ই৪ (AMOLED E4) প্যানেল হবে যা ১০-বিট কালার, ১২০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৩০০ নিট ব্রাইটনেস এবং এইচডিআর ১০+-এর সাপোর্ট প্রদান করে। এছাড়া, আইকো নিও ৬ এসই-এর এই ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউটটি অবস্থিত।

পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরটি ব্যবহার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। আইকো নিও ৬ এসই ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিন ওএস ওশান (OriginOS Ocean UI) কাস্টম স্কিনে রান করবে। নিরাপত্তার জন্য, এই হ্যান্ডসেটে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করেছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, iQOO Neo 6 SE- এর ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। এছাড়া ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo6 SE-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া, এটিতে একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটরও থাকবে।

উল্লেখ্য, নতুন রিপোর্টটি প্রকাশ করেছে যে, iQOO Neo 6 এবং Neo 6 SE স্পিসিফিকেশনের দিক থেকে প্রায় অভিন্ন, তবে এগুলি প্রধানত চিপসেট বিভাগে আলাদা। Neo 6-এ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরটি রয়েছে, যেখানে iQOO Neo 6 SE ফোনটি গত বছর মে মাসে উন্মোচিত হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে। ডিজাইনের দিক থেকে, গত সপ্তাহে প্রকাশিত অফিসিয়াল রেন্ডারগুলি দেখায় যে Neo 6 SE দেখতে অনেকটা iQOO Neo 6-এর মতোই হবে।